জনপ্রিয় বিদেশি স্ট্রাইকারকে East Bengal এর জার্সিতে দেখা যেতে পারে

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে দল গঠনের কাজ কিছুটা এগিয়ে গিয়েছে। একজন বিদশি নিশ্চিত হয়েছেন আপাতত। প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করতে হলে স্কোয়াড হতে হবে আরও শক্তিশালী।…

জনপ্রিয় বিদেশি স্ট্রাইকারকে East Bengal এর জার্সিতে দেখা যেতে পারে

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে দল গঠনের কাজ কিছুটা এগিয়ে গিয়েছে। একজন বিদশি নিশ্চিত হয়েছেন আপাতত। প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করতে হলে স্কোয়াড হতে হবে আরও শক্তিশালী। তার জন্য দরকার ভালো মানের ফুটবলার। 

ফুটবল মহলে কান পাতলে শোনা যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগে পরীক্ষিত এক স্ট্রাইকারকে নিতে ইচ্ছুক ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। এবং সেই বিদেশি ফুটবল প্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয়। 

জনপ্রিয় বিদেশি স্ট্রাইকার আসলে কে সে ব্যাপারে আপাতত বিশদে কিছু জানা যায়নি। ফুটবল প্রেমীদের ধারণা, এই বিদেশি স্ট্রাইকার আর কেউ নন আলভারো ভাস্কুয়েজ। 

Advertisements

আলভারো ভাস্কুয়েজের নাম সমর্থকদের আলোচনায় থাকলেও জল্পনার ভিত এখনও মজবুত নয়। গুজবের ওপরে ভর করে ভেসে বেড়াচ্ছে নাম। আপাতত আগামী দিনে ভালো কিছুর জন্য কেবল আশা করতে পারেন লাল হলুদ সমর্থকরা। কারণ বিনিয়োগকারী কোম্পানি দল গঠনের কাজে পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে বলে জানা গিয়েছিল।