রাখঢাক না শিল্পাকে জন্মদিনের শুভেচ্ছা রাজ কুন্দ্রা

বলিউডের ফিট অভিনেত্রীদের মধ্যে রয়েছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। আজ তার জন্মদিন। আর সেই জন্মদিনের দিনে তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) টুইটারে একটি ছবি…

Raj Kundra wished Shilpa Shetty a happy birthday

বলিউডের ফিট অভিনেত্রীদের মধ্যে রয়েছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। আজ তার জন্মদিন। আর সেই জন্মদিনের দিনে তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) টুইটারে একটি ছবি সহ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। টুইটারে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে রাজ লিখেছেন, শুভ জন্মদিনে আমার প্রাণের মানুষ। তোমার জন্য অন্তহীন ভালোবাসা। যেমন আছো, তেমনই থেকো। তোমার ভালো কাজ দিয়ে খারাপ দুনিয়াকে চমকে দাও।

Advertisements

গতবছর শিল্পা শেট্টির পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছিল। পর্ণ কান্ড নাম জড়িয়েছিল তার স্বামী রাজ কুন্দ্রার। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এক প্রকার উধাও হয়ে গিয়েছিলেন রাজ। এর আগে রাজ শেষ টুইট করেছিলেন গত বছরের ১৯ জুলাই। আর তারপরেই পর্ন কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী স্বামী।

   

ইদানীং জনসমক্ষেও আসেন মুখ ঢেকে। তবে স্ত্রীর জন্মদিনে কোনও রাখঢাক না করেই তাঁকে ভালোবাসা জানালেন বিতর্কিত এই ব্যবসায়ী। গত বছর পর্ন তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, ‘হটশটস’ এবং ‘বলিফেম’ নামে দু’টি অ্যাপের মাধ্যমে পর্ন ছড়িয়ে দিতেন তিনি।

Advertisements