তৃণার আয়োজিত জন্মদিন পার্টি কাঁপালেন নীল

জন্মদিনের সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন টেলি অভিনেতা নীল ভট্টাচার্য। আজ অর্থাৎ বুধবার ছিল নীলের জন্মদিন। কিন্তু মঙ্গলবার রাত থেকেই নিজের জন্মদিনের সেলিব্রেশন এর মেতে উঠেছিলেন…

জন্মদিনের সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন টেলি অভিনেতা নীল ভট্টাচার্য। আজ অর্থাৎ বুধবার ছিল নীলের জন্মদিন। কিন্তু মঙ্গলবার রাত থেকেই নিজের জন্মদিনের সেলিব্রেশন এর মেতে উঠেছিলেন অভিনেতা। বন্ধুদের সঙ্গে এবং স্ত্রীকে অর্থাৎ তৃণাকে সঙ্গে নিয়ে বেশ বড় করেই নিজের জন্মদিন সেলিব্রেট করেন নীল।

আর এই জন্মদিনের আয়োজন করেছিল তৃণা। নীলের জন্মদিনে স্ত্রীর সঙ্গে বহু ছবি তুলেছেন অভিনেতা। আর সেই ছবিগুলো পোস্ট করেছেন তৃণা। ক্যাপশনে লিখেছেন, তোমার জন্মদিন এটা বলার সময় যে তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। তুমি আমার আজ, আগামী ও আজীবনের।

   

মঙ্গলবার রাতে জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন কাছের বন্ধু রনজয়। এছাড়াও উপস্থিত ছিলেন ভিভান, রাজীব, সৈরীতি সহ আরও অনেকে। চকলেট কেক কেটে চলে সেলিব্রেশন। নিজের জন্মদিনে গান গেয়েও তাক লাগান নীল। জন্মদিনে উপহারও পেয়েছেন একাধিক। স্ত্রী তৃণা তাঁকে উপহারে দিয়েছেন আইফোন। তৃণার মা দিয়েছেন ঘড়ি ও জামা।

জন্মদিনের আগের রাতে সোশ্যাল মিডিয়া কাপালেও জন্মদিনের দিন ভদ্র ছেলের মত পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন নীল। দুপুরবেলা পাঁচ রকম ভাজা সমেত মাছ মাংসের আয়োজন ছিল।