দীর্ঘদিন ধরেই ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন তিনি। দেশের জার্সি গায়ে হোক বা আইপিএল, বিরাট ব্যাটে বিস্ফোরণ দেখা যায়নি বহুদিন। তবে বাইশগজে ছন্দে না থাকলেও, প্রথম ভারতীয় হিসাবে মাঠের বাইরে অনন্য নজির গড়ে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। ইনস্টাগ্রামেই ভিকে নিজেই জানালেন সে কথা।
সোশ্যাল মিডিয়ায় ইতিহাস গড়ে ফেলেছেন বিরাট। ব্যাটে রান না থাকলেও জনপ্রিয়তা যে তাঁর আকাশচুম্বী, তা প্রমাণ হল আবার। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলেন বিরাট। প্রথম ভারতীয় হিসাবে ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন অর্থাৎ ২০ কোটি ফলোয়ার হয়ে গেল কোহলির। একটি ভিডিও পোস্ট করে নিজেই একথা জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
ভিডিওটিতে ধরা পড়েছে বিরাটের বিভিন্ন মুহূর্ত। সেখানে যেমন রয়েছে জাতীয় দলের পারফরম্যান্স, আগ্রাসী অধিনায়কত্ব, ফিটনেস ট্রেনিংয়ের মতো বিষয়গুলি রয়েছে, ঠিক তেমনই স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তও রয়েছে। আর ক্যাপশনে লিখেছেন, ‘২০০ মিলিয়ন শক্তি। আপনাদের সকলকে ধন্যবাদ’।
প্রথম ভারতীয় হওয়ার পাশাপাশি ইনস্টাতে অ্যাকটিভ অ্যাথলিটদের মধ্যে জনপ্রিয়তর নিরিখে গোটা বিশ্বে তিন নম্বর স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনি টপকে গিয়েছেন ব্রাজিলের নেইমারকে। বিরাটের সামনে শুধু রয়েছেন গ্রহের অন্যতম দুই সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। প্রসঙ্গত, ইনস্টার পাশাপাশি টুইটারে ও ফেসবুকে বিরাটের ফলোয়ার সংখ্যা যথাক্রমে ৪৮ এবং ৪৯ মিলিয়ন।