JP Nadda In Kolkata: বঙ্গ বিজেপিকে ‘বাঁচাতে’ কলকাতায় নাড্ডা

বিধানসভা ভোটে বিরোধী দল আর পুরভোটে তৃতীয় স্থানে। আগামী পঞ্চায়েত ভোটে (Panchyat Election)  নিশ্চিহ্ন হবার আশঙ্কা। সবমিলে গোষ্ঠীদ্বন্দ্ব ও ভাঙনে জীর্ণ অবস্থা বঙ্গ বিজেপির। মুরলীধর…

JP Nadda

বিধানসভা ভোটে বিরোধী দল আর পুরভোটে তৃতীয় স্থানে। আগামী পঞ্চায়েত ভোটে (Panchyat Election)  নিশ্চিহ্ন হবার আশঙ্কা। সবমিলে গোষ্ঠীদ্বন্দ্ব ও ভাঙনে জীর্ণ অবস্থা বঙ্গ বিজেপির। মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি (Bengal BJP) সদর দফতরে কান পাতলেই  সেটা জলের মতো স্বচ্ছতা। সেই ফাটল মেরামত করলেই কলকাতায় পা রাখলেন জেপি নাড্ডা (JP Nadda)৷

নাড্ডাকে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপ্ সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্য সহ অন্যান্য নেতৃত্ব।

   

বিজেপি সূত্রে খবর, টানা তিন দিন ধরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বুধবার চুঁচুড়ার বন্দেমাতরম ভবন পরিদর্শন করবেন তিনি। সেখান থেকে চন্দননগরে রাসবিহারী বসু রিসার্চ ইনস্টিটিউশন পরিদর্শন করবেন। দুপুরে ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় বৈঠক করবেন নাড্ডা।

শোনা যাচ্ছে, বিজেপি শিবিরে যে ফাটল দেখা দিয়েছে সেটা মেরামত করতেই নিজে পশ্চিমবঙ্গে উপস্থিত হয়েছেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের আগে কোনও সাংসদ, দলের বিধায়করা যাতে না দলবদল করেন, তার জন্য আপ্রাণ চেষ্টা করবেন তিনি। রাজ্য বিজেপিতে যে কলহ দেখা দিয়েছে সেটা মেরামত করার চেষ্টা করবেন নাড্ডা।

গত মাসেই গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বিজেপির কেন্দ্রের নেতাদের মধ্যে একমাত্র বাংলার সংগঠন তিনিই সবথেকে ভালো বোঝেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু সেবার সময় কম থাকায় বিক্ষুব্ধ শিবিরের বক্তব্য শোনার অবকাশ হয়নি। এরই মধ্যে অর্জুন সিংয়ের দলবদল গোটা বিজেপির মধ্যে কলহে ঘৃতাহুতি দিয়েছে। তাই এবার সমস্ত পক্ষের মতামত শুনতে চান নাড্ডা নিজে।

একইসঙ্গে আগামী দিনের দলের রণনীতি কী হবে বিধানসভায় এবং বিধানসভার বাইরে দলের কর্মসূচি কী হবে সেটাও রুটম্যাপ ঘোষণা করে দেবেন নাড্ডা।

তবে জেপি নাড্ডার সফরকে কটাক্ষ করতে পিছপা হয়নি তৃণমূল। রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, নাড্ডার সঙ্গে যারা বৈঠক করবেন, তারা আগামী দিনে বিজেপিতে থাকবেন কি না, সেই গ্যারান্টি বিজেপিও দিতে পারবে না।