East Bengal Club : কোচ নিয়োগের আগে দল গঠন, ইনভেস্টর ধাঁধা এখনও বাকি

দল গঠনের কাজ ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) কর্তারা আগেই শুরু করে দিয়েছিলেন। কোচ নিয়োগ হওয়ার আগেই বেশ কয়েকজন খেলোয়াড়কে নিশ্চিত করেছেন তাঁরা। এদিকে বিনিয়োগকারীদের…

East Bengal Club : কোচ নিয়োগের আগে দল গঠন, ইনভেস্টর ধাঁধা এখনও বাকি

দল গঠনের কাজ ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club) কর্তারা আগেই শুরু করে দিয়েছিলেন। কোচ নিয়োগ হওয়ার আগেই বেশ কয়েকজন খেলোয়াড়কে নিশ্চিত করেছেন তাঁরা। এদিকে বিনিয়োগকারীদের (Emami) সঙ্গে এখনও সম্পন্ন হয়নি সই পর্ব।

Advertisements

ইমামি এবং ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে ফের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ক্লাবের আগামী দিনের সম্ভাবনা অনেকটা নির্ভর করবে ক্লাবের ওয়ার্কিং কমিটির ওপর। ইস্টবেঙ্গল ওয়ার্কিং কমিটি এবং কোম্পানির প্রতিনিধিরা এক মেরুতে না আসা পর্যন্ত চূড়ান্ত সই পর্ব আরও দেরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে চলতি সপ্তাহেই ক্লাব – কোম্পানির মধ্যেকার সম্পর্ক অনেকটা স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।

   
East Bengal Club
ইস্টবেঙ্গলের কোচ হওয়ার জল্পনায় হাবাস – স্টিফেন।

ইমামির সঙ্গে চুক্তি চূড়ান্ত হলেও আগামী মরশুমে দল যে খুব ভালো কিছু করবে এমনটা মনে করছেন না ফুটবল মহলের একাংশ। তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। যেমন, 

• সম্ভাব্য একটা দল লাল হলুদ কর্তারা তৈরি করেছেন। কোচ পরে নিয়োগ হবেন। ফলে খেলোয়াড়দের সঙ্গে কোচের বোঝাপড়া গড়ে উঠতে সময় লাগতে পারে।

• ভালো মানের বিদেশি কিংবা ভারতীয় ফুটবল আদৌ সই করানো যাবে কি না সে ব্যাপারে সন্দেহ রয়েছে।

Advertisements

• ইস্টবেঙ্গল ক্লাবের ওপর ফুটবলারদের কেউ আস্থা হারিয়েছেন, এমনটা শোনা যাচ্ছে। 

• ইমামির সঙ্গে চুক্তি হলেও তা দীর্ঘমেয়াদি হবে কি না সে ব্যাপারে প্রশ্ন থাকছে।