কলকাতায় দম্পতির মৃতদেহ (Twin murders in Bhabanipur) উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে অদূরে হরিশ মুখার্জী রোড এলাকার একটি বাড়ি থেকে। ভর সন্ধ্যে দম্পতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উপস্থিত হয়েছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার অফিসাররা। ঘটনাস্থলে উপস্থিত হন মেয়র ফিরহাদ হাকিম এবং কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়৷
সূত্রে খবর, নিহতদের নাম অশোক শাহ এবং রেশমী শাহ।স্বামীর বুকে গুলির আঘাত লক্ষ্য করা গেছে৷ স্ত্রীর শরীরে ধারালো অস্ত্রের কোপ। হাড়হিম করা হত্যাকান্ডের পিছনে রহস্য কী? তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ৷
পুলিশ সূত্রে খবর, পেশায় ব্যবসায়ী অশোক শাহ শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত বলেই জানা গেছে। দুই মেয়ের বিয়ের পর ছোট মেয়ের সঙ্গে ভবানীপুরের বাড়িতেই থাকতেন।
এদিন সন্ধ্যায় বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় বাবা-মাকে পড়ে পড়ে থাকতে দেখেন মেয়েটি। তারপর তিনিই খবর দেন প্রতিবেশীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভবানীপুর থানার পুলিশ। উপস্থিত হন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল৷
ঘটনাস্থলে উপস্থিত হন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সম্ভবত কেউ গুলি করেছে। খুব শীঘ্রই অপরাধী ধরা পড়বেই।