আবারও দেশে হু হু করে বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা। সবথেকে চিন্তা ধরাচ্ছে কেরল ও মহারাষ্ট্র। স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জারি করে বুলেটিন অনুযায়ী, বিগত ২৫৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫১৮ জন।
এছাড়া মৃত্যু হয়েছে ৯ জনের। এই সময়ের মধ্যে করোনা ২৭৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৩৩৫ জনে, চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭৮২ জনে, যা মোট আক্রান্তের শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ। সবচেয়ে বেশি নতুন আক্রান্তের খোঁজ মিলেছে কেরল ও মহারাষ্ট্রে।
যে পাঁচটি রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে সেগুলি হল কেরল (১৫৪৪), মহারাষ্ট্র (১৪৯৪), দিল্লি (৩৪৩), কর্নাটক (৩০১) এবং হরিয়ানা (১৪৮)। ভারতে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭০১ জন। এর আগে রোববার দেশে নতুন করে ৪ হাজার ২৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪৮ বা ৫ দশমিক ৮ শতাংশ। তবে গতকালের তুলনায় আজ মৃত্যু কম রেকর্ড করা হয়েছে। রবিবার দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১৫ জনের।