অপারেশন ব্লু স্টারের (Operation Blue Star) ৩৮তম বর্ষপূর্তিতে পাঞ্জাব সরগরম। এদিন অমৃতসরে নিরাপত্তা জোরদার করা হলেও স্বর্ণমন্দিরে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী স্লোগান উঠল। মিছিলে ছিল বিচ্ছিন্নতাবাদী নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালের ছবি।
সকালে দরবার সাহিবের প্রবেশদ্বারে পাকিস্তান মদতপুষ্ট খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা জার্নেল ভিন্দ্রানওয়ালের পোস্টার ও তলোয়ার ওড়ানোর সময় খালিস্তানপন্থীরা স্লোগান দিতে শুরু করে।নিরাপত্তা বাহিনী মোতায়েন করা সত্ত্বেও কয়েকশো মানুষ স্বর্ণমন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে যায়। তারা ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগান তুলে তাদের হাতে তলোয়ার নিয়ে মিছিল করে।
পরিস্থিতি বুঝে পাঞ্জাবের বর্তমান আম আদমি পার্টির সরকার নিরাপত্তা দিলেও তাদের গাফিলতি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
অমৃতসরের নিরাপত্তায় পুলিশ জানিয়েছে প্রায় সাত হাজার কর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে চার কোম্পানি আধাসামরিক বাহিনী। তবে দরবার সাহিবের দিকে যাওয়া বহির্বিভাগের গাড়িগুলিকে থামিয়ে দেওয়া হলেও এখনও কিছু লোক দরবার সাহিবের প্রবেশদ্বারে পৌঁছে খালিস্তানপন্থী স্লোগান দেয়।