কসবার (Kasba) তৃণমূল কংগ্রেস কর্মীর ( Trinamool Congress worker) বাড়িতে হামলার ঘটনায় অভিযোগ উঠেছে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে৷ তবে কাউন্সিলর সুশান্ত ঘোষের অভিযোগ, এই হামলার পিছনে মন্ত্রী জাভেদ খানের ভূমিকা রয়েছে।
কাউন্সিলর সুশান্ত ঘোষের আরও বক্তব্য, আমার লোকেরা হামলা করেনি। যারা গ্রেফতার হয়েছে তাদের পরিচয় জানলেই বুঝতে পারবেন। কসবার যিনি এমএলএ ও মন্ত্রী যিনি তার সঙ্গে এরা থাকেন। বিষয়টি নিয়ে বিধায়ক জাভেদ খানের বক্তব্য, তিনি এবিষয়ে কিছু বলতে চান না। পুলিশ দেখছে। পার্টিকেও জানানো হয়েছে। বিষয়টি দেখা হোক।
কাউন্সিলরের দাবি, জলাজমি ভরাট, ভেরি ভরাট, বেআইনি বাড়ি তৈরির কাজ আমি জেতার পর থেকে বন্ধ। তাই আমার উপরে আক্রোশ। তাই বারবার আমার বিরুদ্ধে এসব জিনিস হচ্ছে। দলকে সমস্তটাই জানিয়েছেন বলে দাবি কাউন্সিলর সুশান্তর৷
শুক্রবার তৃণমূল নেতা বাপি দেবের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে কাউন্সিলর বনাম বিধায়কের তরজা শুরু হয়েছে৷ বাপি দেবের অভিযোগ, গত তিন বছর ধরেই সুশান্ত ঘোষের লোকেরা নানাভাবে তাণ্ডব চালাচ্ছে। মাঝে মধ্যেই রাস্তায় অকথ্য গালিগালাজ করে তিনি। তিনি বলেন, এক সময় দুই জনের মধ্যে সুসম্পর্ক থাকলেও সুশান্ত ঘোষের ব্যবহারের কারণে সরে আসেন।
১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না জানিয়েছেন, আমি নিজে গিয়ে ঘটনাটি দেখে এসেছি। কাঁচ পাথর ছুঁড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। এমনকি বাড়ির মালিকের স্ত্রী বারবার নিরাপত্তা চাইছিল। আমাকে ফোন করা হয়েছিল। পুলিশকে আমি জানিয়েছি। পুলিশ গিয়েছিল। গোটা বিষয়টিতে প্রশাসনের ওপর নির্ভরশীল। কারণ, প্রশাসনকেই দেখতে হবে। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ওই ব্যক্তি তৃণমূল কর্মী। আমি নতুন কাউন্সিলর তাই কারা হামলা চালাল তাদেরকে আমি দেখিনি।