ব্রাজিলের ফুটবল তারকা এমারসন রয়ালের সামনে চলল দেদার গুলি। বিবিসির খবর, অন্তত ২৯টি গুলি ছোড়া হয়। তাঁর গায়ে একটিও লাগেনি।
টটেনহাম হটস্পারের তারকা এমারসন ছুটি কাটাতে নিজ দেশ ব্রাজিলে গিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন। ব্রাজিলের স্থানীয় সময় শুক্রবার ভোরে সাও পাওলোতে এই ঘটনা ঘটে।
জানা যাচ্ছে, এমারসন এক পুলিশ কর্তাকে অটোগ্রাফ দিচ্ছিলেন। এই এক ছিনতাইকারী অস্ত্র দেখিয়ে এমারসনের পথ রোধ করে টাকাপয়সা দাবি করে।সেই পুলিশ কর্তা নিজের রিভলভার বের করে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিনতাইকারী।
ব্রাজিল মিলিটারি পুলিশ জানিয়েছে, মোট ২৯টি গুলি ছোড়া হয়েছে। দক্ষ অফিসার এমন করে গুলি চালান যে এমারসনের দেহে আঘাত লাগেনি।নিজের ইনস্টাগ্রামে এমারসন লিখেছেন, এ বিষয়ে সব বলব। সেই পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এমারসনের বাবা এমারসন দি সৌজা জানান, পুলিশ কর্মকর্তা যখন বুঝতে পারেন লোকটি ছিনতাইকারী। তিনি তখন গুলি চালান। সবকিছু খুব দ্রুত ঘটেছে। ওরা পাঁচ-ছয় জন ছিল।