দল গোছানোর কাজ চলছে। কিন্তু কোচ কে হবেন সেটা এখনও জানা নেই। ইস্টবেঙ্গল (East Bengal Club) কর্তারা অভিজ্ঞ কোচকেই দায়িত্ব দিতে চাইছেন বলে আগে জানা গিয়েছিল। শোনা যাচ্ছে একাধিক হাই-প্রোফাইল কোচের নাম।
ময়দানে বেশ কয়েক দিন ধরে কানাঘুষো, এটিকে এবং এটিকে মোহন বাগানের প্রাক্তন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে কোচ করতে ইচ্ছুক ইস্টবেঙ্গল কর্তারা। ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল কোচ হাবাস।
সম্প্রতি এক সাক্ষাৎকারে লোপেজ হাবাস জানিয়েছিলেন যে তিনি এখনও ভারতীয় ফুটবলে চোখ রেখেছেন। প্রাক্তন দলের খেলা দেখেছেন। প্রশ্ন করা হয়েছিল ইস্টবেঙ্গল জল্পনা প্রসঙ্গে। তখন তিনি দাবি করেছিলেন তাঁর কাছে ইস্টবেঙ্গল ক্লাবের কোনো প্রস্তাব নেই। কোচ জল্পনা উড়িয়ে দিলেও ফুটবল মহলে আলোচনা থামছে না। বরং একাংশ এখনও মনে করছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস লাল হলুদ কর্তাদের পছন্দের তালিকায় রয়েছেন।
ভারতে কোচিং করানো আরও এক অভিজ্ঞের নাম সম্প্রতি ভেসে উঠেছে। দল গোছানোর বাজারে কেউ কেউ দাবি করছেন ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টান্টাইন-ও নাকি রয়েছেন ইস্টবেঙ্গল কর্তাদের ভাবনায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াম স্টিফেন নিজে জানিয়েছেন চেন্নাইয়ান ফুটবল ক্লাব তাঁর ইন্টারভিউ নিয়েছে। ফলত ইস্টবেঙ্গল জল্পনা কতোটা সত্য কিংবা বাস্তবায়িত হতে পারে সে ব্যাপারে প্রশ্ন থাকছে।