Roy Krishna : কৃষ্ণাকে বিদায় জানাল এটিকে মোহন বাগান

জল্পনার অবসান। এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) সঙ্গে সম্পর্ক ছিন্ন হল রয় কৃষ্ণার (Roy Krishna)। শুক্রবার বিকেলে ক্লাবের তরফে বিদায় জানানো হয়েছে। Advertisements শুক্রবার…

roy-krishna

জল্পনার অবসান। এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) সঙ্গে সম্পর্ক ছিন্ন হল রয় কৃষ্ণার (Roy Krishna)। শুক্রবার বিকেলে ক্লাবের তরফে বিদায় জানানো হয়েছে।

Advertisements

শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় রয় কৃষ্ণার বিদায় বার্তা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এটিকে মোহন বাগানের পক্ষ থেকে বলা হয়েছে, “Thank you for the memories, Roy! Goodbye and good luck!” অর্থাৎ, রয়, সমস্ত স্মৃতির জন্য ধন্যবাদ। বিদায় এবং শুভেচ্ছা।

   

কিছু দিন আগেই কলকাতা ছেড়েছিলেন রয় কৃষ্ণা। তাঁকে বিমানে তুলে দিয়ে এসেছিলেন প্রবীর দাস। আগামী মরশুমে প্রবীরকেও হয়তো সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে না।

Advertisements

রয় কৃষ্ণার দল বদলের জল্পনা আগেই শোনা গিয়েছিল। ইস্টবেঙ্গল সহ ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাব ফিজিয়ান তারকার প্রতি লক্ষ্য রেখেছেন বলে খবর। অস্ট্রেলিয়ার কোনো ক্লাবে সই করার সম্ভাবনাও রয়েছে।

এটিকে মোহন বাগানের আক্রমণভাগে রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস ছিলেন জুটি। ডেভিড আগেই বিদায় জানিয়েছেন বাগানকে। তাঁকে মুম্বই সিটি ফুটবল ক্লাবের হয়ে খেলতে দেখা যেতে পারে। এবার ক্লাব ছাড়লেন কৃষ্ণা।