রিয়াল কাশ্মীরের হয়ে ভালো খেলেছিলেন (Football) আই লিগে। দলও মোটের ওপর ভালো খেলেছিল। ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে খেলা কৌশিক সরকারকে (Koushik Sarkar) এবার দেখা যাবে কলকাতার ক্লাবে। মাত্র তিন মাসের চুক্তিতে তিনি রাজি হয়েছেন বলে খবরে প্রকাশ।
সূত্র উদ্ধৃত করে এক জনপ্রিয় ক্রীড়া সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, ভবানীপুরের সঙ্গে তিন মাসের চুক্তি হয়েছে কৌশিক সরকারের। আগামী প্রিমিয়ার ডিভিশনে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।
অনেক সম্ভাবনা নিয়ে উঠে এসেছিলেন কৌশিক সরকার। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে ছিলেন। কিন্তু কোথাও সেই অর্থে পর্যাপ্ত সুযোগ পাননি। ইস্টবেঙ্গলের জন্য অধিনায়কের অর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন, গোল করেছিলেন। দলকে জিতিয়েও ছিলেন।
তখন ইস্টবেঙ্গল স্কোয়াডে একাধিক নামী খেলোয়াড়ের ভিড়। ঘরোয়া লিগে কৌশিক ভালো খেললেও খুব বেশি সুযোগ তিনি পাননি। মোহনবাগানে গিয়েও তাই। সম্প্রতি রিয়াল কাশ্মীরের হয়ে উল্লেহসোগ্য ভূমিকা নিয়েছিলেন। এবার তিনি ভবানীপুরে।