কলকাতার দুই প্রধানকে টেক্কা দিয়ে বড় বিনিয়োগ পেতে পারে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। তাদের বর্তমান ইনভেস্টর বাংকারহিলের হাত ধরে শহরে আসতে পারে আন্তর্জাতিক পরিচিতি সম্পন্ন এক কোম্পানি। যারা ক্লাবে অগ্রগতির জন্য দিতে পারে একশো কোটি টাকা।
শোনা যাচ্ছে, মহামেডান স্পোর্টিং ক্লাবে বিনিয়োগ করতে পারে টয়াম ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির পরিচিতি বিশ্ব জুড়ে। কিংবদন্তি বক্সার মাইক টাইসন বোর্ডের অন্যতম সদস্য। টয়াম ইন্ডাস্ট্রিজ হচ্ছে একমাত্র স্পোর্টিং কোম্পানি, যারা মুম্বই স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত। খেলাধুলার মাঠে আগেও বিনিয়োগ করেছে তারা।
টয়াম ইন্ডাস্ট্রিজ বিনিয়োগ করলে মহামেডানের ইন্ডিয়ান সুপার লিগ খেলার পথ মসৃণ হয়ে যেতে পারে। আর এর বিনিময়ে ক্লাব কর্তাদের খুব বেশি মালিকানাও ছাড়তে হচ্ছে না। শোনা যাচ্ছে, ইনভেস্টরের কাছে ৫১ শতাংশ শেয়ার থাকতে পারে।
নতুন এই কোম্পানি ক্লাবের সঙ্গে হয়তো সরাসরি যুক্ত হচ্ছে না। বাংকারহিলের মাধ্যমে তারা ক্লাবে বিনিয়োগ করবে। বাংকারহিলের সঙ্গে মহামেডানের আরও চার বছরের চুক্তি রয়েছে।
সম্প্রতি ময়দান থেকে খবর পাওয়া গিয়েছিল, বাংকারহিল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তাদের মধ্যে মতানৈক্য হয়েছে। কারণ ক্লাবের সিংহভাগ মালিকানা কোম্পানির হাতে তুলে দিতে সাদা কালো কর্তারা রাজি ছিলেন না। বাংকারহিল এবং মহামেডানের শেয়ারের পরিমাণ ৫০-৫০। সূত্রের খবর অনুযায়ী আরও এক শতাংশ শেয়ার দাবি করেছিল টয়াম ইন্ডাস্ট্রিজ। এই দাবি কলকাতার ক্লাব কর্তারা মানতে পারছিলেন না। শীর্ষকর্তা কামারুদ্দিন বলেছিলেন মোহনবাগানের পরিণতির কথা। তবে এখন পরিস্থিতি কিছুটা ঠাণ্ডা হয়েছে বলে মনে করা হচ্ছে।