নজরুল মঞ্চে শো চলাকালীন মৃত্যু হয়েছে বিখ্যাত সঙ্গীতশিল্পী কে কে’র৷ অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে যাওয়ার পরেই মৃত্যু হয় তাঁর। এই অস্বাভাবিক মৃত্যুতে উঠছে একগুচ্ছ প্রশ্ন। কে কে’র মৃত্যুর (KK Death Controversy) মূল কারণ খতিয়ে দেখতে তদন্তের নেমেছে নিউমার্কেট থানার পুলিশ।
মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন কে কে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন। ব্যাকস্টেজে গিয়ে দুই থেকে আড়াই মিনিট বসেছিলেন তিনি। মঞ্চেই নাকি অস্বস্তি হচ্ছিল তাঁর। আলোতে তাঁর সমস্যা হচ্ছিল। স্পটলাইন বন্ধ করে দিতে বলেছিলেন। এসবই খতিয়ে দেখা হবে তদন্তে। মঙ্গলবার রাতে গুরুদাস কলেজের ফেস্টে শো চলাকালীনই ঘটে এই ঘটনা।
সূত্রের খবর, রুদ্ধদ্বারে শো চলছিল। তার ওপর বন্ধ ছিল এসি। ওভারক্রাউড থাকার কারণে অস্বস্তি আরও বাড়তে শুরু করে। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ খতিয়ে দেখা হচ্ছে।
দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যে হোটেলে ছিলেন, সেই হোটেলের কর্মচারীদের সঙ্গে কথা বলবে পুলিশ৷ খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজ। তাঁর দেহ নিতে কলকাতায় আসছেন স্ত্রী পুত্র।