ইতিমধ্যে সন্তোষ ট্রফিতে তার কোচিনাধীন বাংলা দল। টুর্নামেন্ট রানার্সআপ হয়ে শেষ করে তারা। খুব সম্প্রতি এটিকে মোহনবাগানের প্রথম সারির দল’কেও আটকে দিয়েছিল তারা।
সূত্রের খবর অনুযায়ী এই নজরকাড়া কোচ রঞ্জন ভট্টাচার্যকে (Ranjan Bhattacharya) আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) কোচের পদে দেখা যেতে পারে। শ্রী সিমেন্ট এখন অতীত,এবার ক্লাবের ইনভেস্টেরের ভূমিকায় আছে ইমামি গ্রুপ।সদ্য নবান্ন থেকে নতুন ইনভেস্টরের নাম ঘোষণা করা হয়েছে ইস্টবেঙ্গলের।বর্তমানে দুই শিবির জোর কদমে চুক্তি সম্পন্ন করার কাজে লেগেছে।
শোনা যাচ্ছে ক্লাবের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে রঞ্জন ভট্টাচার্য’কে। এবার ইমামির সম্মতি থাকলে কোচ হবেন রঞ্জন।লাল হলুদ ব্রিগেড এবছর দুটো দল গড়ছে আইএসএল এবং কলকাতা লিগ-ডুরান্ডের জন্য।হয়তো রঞ্জন’কে লিগ এবং ডুরান্ডের জন্য কোচ করা হতে পারে,পরবর্তী সময়ে আইএস এলের দলের মূল কোচের সাথে তাকে সহকারী হিসেবে যুক্ত করা হতে পারে।