মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) সঙ্গে পথ চলা শুরু করেছে ইমামি গোষ্ঠী। তবে কোন শর্তে কোম্পানির কর্তারা রাজি হয়েছেন সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। শনিবার সন্ধ্যা নাগাদ সোশ্যাল মিডিয়ায় নয়া জল্পনা শুরু হয়েছে। যার কেন্দ্র বিন্দুতে ইমামি।
আগামী মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ ছাড়াও অন্যান্য টুর্নামেন্টে দল নামাতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। যেমন কলকাতা ফুটবল লিগ, ডুড়ান্ড কাপ, শিল্ডের মতো প্রতিযোগিতায় নামতে পারে লাল হলুদ দল। একাংশের ধারণা, এই টুর্নামেন্টগুলোতে হয়তো বিনিয়োগ করবে না এমনি।
সামাজিক মাধ্যমে জল্পনা, ইমামি কেবল ইন্ডিয়ান সুপার লিগে বিনিয়োগ করতে পারে। এছাড়া অন্যান্য প্রতিযোগিতায় তারা আগ্রহী না-ও হতে পারে। সেক্ষেত্রে অন্য কোনও স্পনসর বা ইনভেস্টর খুঁজতে হতে পারে ক্লাব কর্তাদের।
নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আইএসএল খেলার ব্যাপারে ইস্টবেঙ্গলের যে সমস্যা হচ্ছিল সেটা এবার মিটে যাবে। ফুটবল অনুরাগীদের অনেকেই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে গুরুত্ব সহকারে বিচার করেছেন। এরপরেই জল্পনা, কোম্পানি হয়তো সব টুর্নামেন্টে বিনিয়োগ করবে না।