SSC Scam: পার্থ, পরেশ, অনুব্রতর আয়কর নথি চাইল সিবিআই

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিবিআইয়ের নজরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অনুব্রত মণ্ডলের আয়কর সংক্রান্ত নথি। শাসক দলের তিন হেভিওয়েট নেতার কাছ থেকে আয়করের…

CBI

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিবিআইয়ের নজরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অনুব্রত মণ্ডলের আয়কর সংক্রান্ত নথি।

শাসক দলের তিন হেভিওয়েট নেতার কাছ থেকে আয়করের নথি চাওয়ায় তীব্র জল্পনা। সূত্রের খবর, আয়কর দফতরের তরফে তিন জন নেতার প্যান কার্ডের নম্বরে কোথায় কত সম্পত্তি রয়েছে তা জানতে চাওয়া হয়েছে। সেইসঙ্গে চাওয়া হয়েছে পাঁচ বছরের আয়কর রিটার্নের নথি। আয়কর দফতরের তরফে দেওয়া নথি সঙ্গে তিন নেতার দেওয়া নথি মিলিয়ে দেখা হবে।

 

স্কুল সার্ভিস কমিশনের একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

 

 সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। সেই টাকার হদিশ পেতেই পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীদের নথি চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একইসঙ্গে গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের নাম জড়ানোয় তাঁর সমস্ত সম্পত্তি খতিয়ে দেখতে চায় সিবিআই। 

 

Advertisements

গত সপ্তাহেই কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআই হাজিরা দেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেইসঙ্গে উপস্থিত হন উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিন্হা, উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য অলককুমার সরকার, প্রবীর বন্দ্যোপাধ্যায়, সুকান্ত আচার্য এবং তাপস পাঁজাও। দুই পক্ষের বয়ান খতিয়ে দেখে ফের তলব করা হয়েছে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। 

অন্যদিকে, ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। কিন্তু সিবিআইকে দেওয়া চিঠিতে গতকালই অনুব্রত জানিয়ে দিয়েছেন তিনি হাজিরা দিতে পারবেন না। চিকিৎসকদের পরামর্শে বীরভূমে নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি। 

 

আজই সিবিআইয়ের নির্দেশকে উপেক্ষা করে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।