এই ছোট্ট গ্রামে ছুটি কাটাতে যেতেই পারেন, ফিরবেন অনেক ভালোলাগা নিয়ে

ভিড় কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কাছাকাছি ছুটি কাটাতে অনেকেই পছন্দ করে ।হিমাচল প্রদেশের মানালি, সিমলা, চাম্বা এই সব জায়গাগুলিতে তো সবাই বেড়াতে যায় ।…

Jibhi-unexplored jewel in the Himalayas (Banjar valley) Himachal Pradesh

ভিড় কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির কাছাকাছি ছুটি কাটাতে অনেকেই পছন্দ করে ।হিমাচল প্রদেশের মানালি, সিমলা, চাম্বা এই সব জায়গাগুলিতে তো সবাই বেড়াতে যায় । কিন্তু আজ চলুন একেবারে আন্যরকম একটি জায়গায় ঘুরে আসি ।হিমাচল প্রদেশের একটি গ্রাম হল জিভি (Jibhi)। পাহাড়ের মাঝখানে চারিদিক পাইন ও দেবদারু গাছে ঘেরা এই জিভি ।  

গ্রেট হিমালয় জাতীয় উদ্যান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই জিভি ।এর আশেপাশে রয়েছে অনেক দেখার জায়গা । এই জিভির মধ্যে জলপ্রপাত , লেক থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে। জিভির একটা পর্যটন কেন্দ্র হল চেহনি কোঠি ।এই চেহনি কোঠি ,চেহনি গ্রামে অবস্থিত ।চেহনি হল একটি পাঁচ তলা মন্দির যা পাথর ও কাঠ দিয়ে তৈরি ।এটি দেখার মতো কারণ এটিতে কিছু দুর্দান্ত কারিগরি রয়েছে ।ভূমিকম্পেও এই মন্দির কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি । হিমাচলের স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় এই চেহনিতে ।

   

Jibhi-unexplored jewel in the Himalayas (Banjar valley) Himachal Pradesh

<

p style=”text-align: justify;”>জিভি থেকে আপনি বিখ্যাত জালোরি পাসের দিকে যেতে পারেন ।মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত জালোরি পাস ।এটি আপনার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে । প্রায় ৩০৪০ কিলোমিটার উচচতায় অবস্থিত সেরোলসার হৃদ । যা জিভি থেকে কয়েক ঘন্টার পথ ।জালোরি পাস থেকে মাত্র ৫ কিলোমিটার গেলেই এই হৃদ । জিভির জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎই শুনতে পাবেন জলের শব্দ ।এটা হল জিভির জলপ্রপাত । পাইন ও দেবদারু গাছের ছায়ায় ঘন জঙ্গলের মধ্যে রয়েছে এই ঝর্ণা । অত্যন্ত শান্ত ও শীতল এই জায়গাটি ।জিভিকে ভালোকরে জানতে চাইলে আপনি গ্রমের মধ্যেও ঘুরে বেড়াতে পারেন ।গ্রামের মানুষদের দৈনন্দিন জীবন যাত্রা এবং গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনার মন কাড়বেই ।