বিধ্বংসী টর্নেডোর জেরে নিহত একাধিক, বিদ্যুৎহীন ৯ লক্ষ বাড়ি

বিধ্বংসী টর্নেডোর জেরে প্রাণ গেল একাধিক মানুষের। জানা গিয়েছে, শবিবার কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ অন্টারিও ও কুইবেকে ভয়াবহ ঝড়ের পর চার জন নিহত এবং প্রায় ৯…

massive-blackouts-as-heavy-storms-hit-east-canada

বিধ্বংসী টর্নেডোর জেরে প্রাণ গেল একাধিক মানুষের। জানা গিয়েছে, শবিবার কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ অন্টারিও ও কুইবেকে ভয়াবহ ঝড়ের পর চার জন নিহত এবং প্রায় ৯ লাখ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

Advertisements

অন্টারিও পুলিশ টুইটারে জানিয়েছে, প্রবল বজ্রপাতের কারণে তিনজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন ব্যক্তি যিনি ট্রলারে ছিলেন তিনি মারা যান। অন্যদিকে একজন ব্যক্তির উপর একটি গাছ পড়ে একজন নিহত হন। ঝড়ের মধ্যে হাঁটতে গিয়ে গাছের সঙ্গে পিষ্ট হয়েছেন বছর সত্তরের এক মহিলাও।

   

ফেডারেল রাজধানী অটোয়াতে, ঝড়ে আরও একজন নিহত হয়েছে, তবে স্থানীয় পুলিশ আরও বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেছে। জানা গিয়েছে, ঝড়ের সময় অটোয়া নদীতে এক ব্যক্তি নৌকাডুবির সময় ডুবে মারা যান। স্থানীয় সরবরাহকারী হাইড্রো ওয়ান এবং হাইড্রো-কুইবেকের অনলাইন গণনা অনুসারে, শনিবার রাতে দুটি প্রদেশের প্রায় ৯০০০০০ বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। অন্যদিকে, জার্মানিতেও টর্নেডোর আঘাতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। লন্ডভন্ড হয়ে গেছে দেশটির পশ্চিমাঞ্চল। কলম্বিয়ায়ও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা।

Advertisements

রেলপথ ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে উদ্ধারকার্যে নেমে পড়েছেন উদ্ধারকর্মীরা।