CPIM: মমতার নিশানায় বুদ্ধবাবু, ‘চিরকুটে চাকরি’ প্রমাণের দাবি সিপিআইএমের

প্রাক্তন এখন প্রায় শয্যাশায়ী। পাম অ্যাভিনিউতে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) আটপৌরে ফ্ল্যাটে দিবারাত্র অক্সিজেন মজুত থাকে। শ্বাসকষ্টের রোগী প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক কিছু সমস্যা জটিল…

Mamata Banerjee-Buddhadeb Bhattacharya

প্রাক্তন এখন প্রায় শয্যাশায়ী। পাম অ্যাভিনিউতে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) আটপৌরে ফ্ল্যাটে দিবারাত্র অক্সিজেন মজুত থাকে। শ্বাসকষ্টের রোগী প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক কিছু সমস্যা জটিল হলে উদ্বিগ্ন হন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনিই এবার নিশানা করেছেন প্রাক্তনকে। গত বামফ্রন্ট জমানায় (CPIM) চিরকুটে লিখে চাকরি দেওয়া হতো এমনই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর।

ঝাড়গ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আগে তো চিরকুট দিয়ে চাকরি হত। একটা চিরকুট দিয়ে ট্রান্সফার করত। সিপিএমের ৩৪ বছর আমি অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করব। করিনি ভদ্রতা করেছি।”

   

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির পাহাড় প্রমাণ মামলা, সিবিআই হানা, মন্ত্রীদের জেরা, চাকরি প্রার্থীদের আন্দোলন ও মুখ্যমন্ত্রীর কোনও আশ্বাসকে বিশ্বাস না করা আন্দোলনকারীদের আইনি পদক্ষেপে তৃণমূল কংগ্রেস সরকার দিশাহারা।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর চিরকুট তত্ত্ব রাজনৈতিক চর্চার বিষয়। তাঁর এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে সিপিআইএম। চিরকুটে চাকরি দেওয়ার প্রমাণ দিতে হবে মুখ্যমন্ত্রীকে। এমন দাবি জোরালো হওয়ায় আরও বিতর্কে মুখ্যমন্ত্রী।

সিপিআইএমের দাবি, টানা তিন দফায় রাজ্যে সরকার গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা অভিযোগেরও প্রমাণ দিতে পারেননি। তিনি ভালোই জানেন চ্যাপ্টার ওপেন করার মতো কিছু নেই। সিপিআইএমের আরও দাবি, এমন করে মন্ত্রী নেতারা সিবিআই থেকে বাঁচতে পালাচ্ছেন, হাসপাতালে ঢুকছেন তা বামফ্রন্ট আমলে হয়নি।

রাজনৈতিক বিশ্লেষণে আসছে, বাম জমানার চৌত্রিশ বছরে নেতা মন্ত্রীদের দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআই নামটাই শোনা যায়নি রাজ্যে। তবে কিছুক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল।কিন্তু টিএমসি আমলের এমন বল্গাহীন দুর্নীতি ছিল না। সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, মুখ্যমন্ত্রীর মিথ্যা দাবি রাজ্যবাসী বুঝতে পারছেন। উনি অভিযোগের প্রমাণ দিন।

সিপিআইএমের তরফে রাজ্যে সরকারি বিভিন্ন পদে নিয়োগ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়। সুজন চক্রবর্তী জানান এ রাজ্যে এসএসসির নিয়োগ দুর্নীতি, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির সমতুল। সরকারের প্রতিশ্রুতি মত সাড়ে তিন লক্ষ শূন্যপদ কবে পূরণ হবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে কিনা সে প্রশ্নও তোলেন সুজনবাবু।