সাতসকালেই চিদম্বরমের সাতটি আবাসনে সিবিআইয়ের অভিযান শুরু

ফের সিবিআইয়ের ঘেরাটোপে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram)। সূত্রের খবর, মঙ্গলবার দিল্লি, মুম্বই, চেন্নাই এবং তামিলনাড়ুর শিবগঙ্গার একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে…

CBI Raids Underway at P Chidambaram

short-samachar

ফের সিবিআইয়ের ঘেরাটোপে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram)। সূত্রের খবর, মঙ্গলবার দিল্লি, মুম্বই, চেন্নাই এবং তামিলনাড়ুর শিবগঙ্গার একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতেই নতুন করে মামলা দায়ের করা হয়েছে।

   

সূত্রে খবর, চারটি শহরের সাত জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। অভিযোগ, ২০১০ থেকে ২০১৪ অবধি বিদেশ থেকে কত টাকা এসেছিল? সেবিষয়ে জানতেই নতুন করে মামলা রুজু করেছে সিবিআই। যদিও কার্তি চিদম্বরমের বিরুদ্ধে এর আগেও আইএনএক্স মিডিয়া মামলার অভিযোগ উঠেছিল।

অভিযোগ, প্রথম ইউপিএ সরকারে অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়াকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে সাহায্য করেছিলেন পি চিদম্বরম। ‘ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের’ ছাড়পত্র মেলায় ৩৫০ কোটি টাকার বিনিয়োগ হয়েছিল ইন্দ্রাণী ও পিটার মুখার্জির সংস্থায়। ওই বোর্ডের মাথায় ছিলেন পি চিদম্বরম। এই সুবিধে পাইয়ে দেওয়ার জন্য মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে।

এর আগে ২০১৮ সালে সিবিআইয়ের একটানা জেরার মুখে পড়তে হয়েছিল পি চিদম্বরমকে। এমনকি তিনি গ্রেফতার হন। এবার সিবিআইয়ের নতুন করে তল্লাশি অভিযানে সেই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে।

এই নিয়ে কতবার আমার এই তল্লাশি অভিযান, আমি তা গুনতে ভুল করছি। এটার রেকর্ড থাকা দরকার। ট্যুইট করে ক্ষোভ প্রকাশ কার্তি চিদম্বরমের।