করোনার টিকা নেওয়া নেই, তার জেরে মরশুমের অধিকাংশ সময় খেলা হয়নি নোভাক জকোভিচের (Novak Djokovic) । অস্ট্রেলিয়ান ওপেনে তার খেলাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল,যদিও এবার সেই সবের রেশ কাটিয়ে দারুণ ভাবে প্রত্যাবর্তন করলো সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচ।
এদিন ক্যাসপার রুডকে হারিয়ে নিজের কেরিয়ারের ১০০০তম জয় তুলে নিলেন তিনি।কেরিয়ারের এমন ঐতিহাসিক জয়ের মধ্যে দিয়ে ইতালিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন জকো।
এদিন নরওয়ের ক্যাসপার’কে জকোভিচ হারিয়েছেন ৬-৪, ৬-৩ ফলাফলে। ফ্রেঞ্চ ওপেন শুরু’র প্রাক্কালে জকোভিচের এই জয় নিঃসন্দেহে তাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এই মুহুর্তে জকোভিচ’কে পিছনে ফেলে ২১ গ্রান্ডস্লাম জয় করে নিয়েছে নাদাল, ফেডেরার,যদিও এবার ফ্রেঞ্চ ওপেন জিততে পারলে ফেডেরার’কে ছোয়ার সুযোগ থাকছে জকো’র কাছে।
এবার ইতালিয়ান ওপেন জিততে পারলে কেরিয়ারের ছয় নম্বর ইতালিয়ান ওপেন জয় করবেন জকোভিচ। প্রসঙ্গত,জকোভিচ পঞ্চম টেনিস খেলিয়ে হিসেবে ১০০০ টা ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন, তার আগে এই রেকর্ড গড়েছেন জিমি কোনর্স (১২৭৪ জয়), রজার ফেডেরার (১২৫১ জয়), ইভান লেন্ডল (১০৬৮ জয়) এবং রাফায়েল নাদাল (১০৫১ জয়)।