Nadia: টাকা নিয়ে চাকরি, তৃণমূল বিধায়কের আপ্তসহায়কের চাঞ্চল্যকর অভিযোগ

নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা আপ্তসহায়কের বিরুদ্ধে টাকার বিনিময় সরকারি চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিধায়কের আপ্তসহায়ক।    …

short-samachar

নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা আপ্তসহায়কের বিরুদ্ধে টাকার বিনিময় সরকারি চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিধায়কের আপ্তসহায়ক।

   

বিধায়ক তাপস সাহা ও আপ্তসহায়ক প্রবীর কয়ালের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় এমনকি নদিয়ার নাজিরপুরের বাঘাডোবা এলাকার বাসিন্দা অলোক সাহাকে ডাকা হয়। তিনি জানিয়েছেন, প্রবীর কয়ালের হাতে চাকরির জন্য টাকা দিয়েছিলেন। তদন্তকারীদের সামনে প্রবীর কয়াল টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। সেই টাকা তিনি বিধায়কের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেছেন।তদন্তকারীরা তাঁর বয়ান রেকর্ড করেছেন।

প্রসঙ্গত, তাপস সাহা চাকরি দেওয়ার নামে বহু মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ। কিন্তু, কাউকে চাকরি দেওয়া হয়নি, সেই সমস্ত ব্যক্তিদের টাকাও ফেরত দেওয়া হয়নি। এরপরেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতারিত ব্যক্তিরা চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিলেন অনেকে। দুর্নীতি দমন শাখায় ইমেইল করেছিলেন এবং বিভিন্ন থানায় অভিযোগ দিয়েছিলেন।

তদন্তে নামে দুর্নীতি দমন শাখা। ইতিমধ্যেই প্রবীর কয়াল-সহ তিন জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা।