বছর পাঁচেক আগে টয়লেট (toilet) এক প্রেম কথা ছবি প্রকাশ হয়েছিল। ওই ছবিতে দেখা গিয়েছিল বাড়িতে শৌচাগার না থাকায় দাম্পত্যে ফাটল ধরে এক দম্পতির। বাস্তব আরও মর্মান্তিক। শ্বশুর বাড়িতে শৌচাগার না থাকায় আত্মঘাতী নববধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে।
তামিলনাড়ুর কাড্ডালোরে ৬ এপ্রিল রম্যা নামে এক তরুণীর বিয়ে হয়। কিন্তু তার শ্বশুরবাড়িতে শৌচাগার ছিল না। প্রথম দিন থেকেই শুরু হয় সমস্যা। সমস্যা চরমে ওঠে। নববধূ প্রশ্ন করেন, কেন বাড়িতে শৌচাগার নেই। শৌচাগার না থাকার কারণে তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলেও যান। শৌচাগার তৈরি নিয়ে স্বামীর সঙ্গে নিয়মিত তার অশান্তি শুরু হয়। তরুণী স্বামীকে প্রস্তাব দেন শৌচাগার আছে এমন কোনও বাড়ি ভাড়া নিয়ে তিনি যেন থাকার ব্যবস্থা করেন।স্বামী সেই প্রস্তাবে রাজি হননি।
শৌচাগার নিয়ে অশান্তির ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ক্রমশই শীতল হতে থাকে। সোমবার শৌচাগার নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়। সোমবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি।
এ ঘটনায় ওই তরুণীর মা স্থানীয় থানায় মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। কাড্ডালোরের ওই গ্রামে নেমেছে শোকের ছায়া।