J&K: এনকাউন্টার চলাকালীন সেনার জালে কুখ্যাত লস্কর জঙ্গি

সাত সকালে সেনা-জঙ্গি সংঘর্ষে অশান্ত হয়ে উঠল কাশ্মীর উপত্যকা। রবিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার চেয়ান দেবসার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক এনকাউন্টার চলাকালীন এক কুখ্যাত…

Kashmir Indian Army

সাত সকালে সেনা-জঙ্গি সংঘর্ষে অশান্ত হয়ে উঠল কাশ্মীর উপত্যকা। রবিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার চেয়ান দেবসার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক এনকাউন্টার চলাকালীন এক কুখ্যাত লস্কর জঙ্গি হায়দার ও তার স্থানীয় সহযোগী আটকা পড়েছে বলে জানিয়েছেন কাশ্মীরের আইজিপি বিজয় কুমার। এর পাশাপাশি এই এনকাউন্টারে একজন জঙ্গি নিকেশও হয়েছে বলে খবর।

এক বিবৃতিতে কাশ্মীরের আইজিপি বলেন, হায়দার গত দুই বছরেরও বেশি সময় ধরে উত্তর কাশ্মীরে সক্রিয় ছিল। রবিবার সেনাবাহিনী খবর পায় যে চেয়ান দেবসার এলাকায় কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে। এরপর খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলার পরে রবিবার ভোরে এনকাউন্টার শুরু হয়।

   
Advertisements

উল্লেখ্য, গত শুক্রবার অনন্তনাগ জেলায় একটি এনকাউন্টারের সময় তিন হিজবুল মুজাহিদিন জঙ্গি নিহত হয়েছিল। এরপর গতকাল শ্রীনগরের জুনিমার এলাকায় আলি জান রোডের কাছে এক পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করে জঙ্গিরা বলে খবর। এলাকা এখনও অবধি থমথমে হয়ে রয়েছে।