ফের দেখা গেল ক্রিকেটারের মানবিক মুখ। শিশুদের হাসপাতাল তৈরির জন্য নিজের ক্রিকেট কেরিয়ারের অন্যতম প্রিয় জার্সিটি নিলামে তুলে দিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার আজাজ প্যাটেল (Ajaz Patel)। গত বছর মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে এক ইনিংসে ১০ উইকেট তুলে নিয়েছিলেন এই বাঁহাতি কিউয়ি স্পিনার। জিম লেকার এবং অনিল কুম্বলের পর আজাজই হলেন একমাত্র স্পিনার যিনি এই রেকর্ড স্পর্শ করেছিলেন।
ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের সামনে পুরোপুরি ভাবে বিপর্যস্ত হয়েছিল টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। যদিও সেই ম্যাচ জিততে ব্যর্থ হয়েছিল নিউজিল্যান্ড। তবে আজাজ সকলের নজর কেড়েছিলেন। আর তাঁর সেই ১০ উইকেট নিয়ে রেকর্ড গড়ার জার্সিটি এবার নিলামে তুলে দিলেন আজাজ। আর নিলামে বিক্রি হওয়া জার্সিটির টাকা দিয়ে একটি বড়সড় মানবিক কাজ করতে চলেছেন তিনি।
জানা গিয়েছে, নিলামে তাঁর প্রিয় এই জার্সি বিক্রির টাকাটা শিশু হাসপাতালের উন্নয়নের জন্য দান করবেন তিনি। জার্সিটিতে নিউজিল্যান্ড দলের সব ক্রিকেটারদের সইও রয়েছে। এই বিষয়ে আজাজ জানান, ‘গত বছর আমার মেয়ে অসুস্থ হয়ে স্টারশিপ হাসপাতালে ভর্তি ছিল। সেই সময় আমাকে এবং আমার স্ত্রীকে ওই হাসপাতালে থাকতে হয়েছিল। তখন সেখানকার সমস্যাগুলো আমাদের চোখে পড়ে। আর আমরা মনে-মনে ঠিক করি যে এই হাসপাতালের উন্নয়নের জন্য টাকা দান করব। আর সেটার জন্যই এই জার্সিটা নিলাম করছি। এখান থেকে পাওয়া পুরো অর্থটাই হাসপাতালের উন্নয়নের জন্য দেব’।
প্রসঙ্গত প্যাটেল সেই টেস্টের পর থেকে নিউজিল্যান্ডের হয়ে আর ম্যাচ খেলেননি তবে আগামী মাসে ইংল্যান্ডে তিন টেস্টের সিরিজের জন্য তাকে নেওয়া হয়েছে।