করোনায় মৃত্যু নিয়ে নরেন্দ্র মোদী সরকার (Modi government) আগাগোড়াই মানুষকে বিভ্রান্ত করছে, এই অভিযোগ আগেই উঠেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সমীক্ষা রিপোর্টে আরও একবার মোদী সরকারের দেওয়া করোনাজনিত মৃত্যুর খতিয়ানকে উড়িয়ে দেওয়া হয়েছে।
হু জানিয়েছে, ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন ৪০ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ যা মোদী সরকারের দেওয়া মৃত্যুর খতিয়ানের তুলনায় ১০ গুণ বেশি।
গোটা বিশ্বে মধ্যে করোনায় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন ভারতের মানুষ। কিন্তু হু মনে করছে, ভারতে হিসাব বহির্ভূত মৃতের সংখ্যা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। বিশেষ করে করোনার দ্বিতীয় ধাক্কার সময় ভারতে যত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে, তার সিংভাগই নথিভুক্ত করা হয়নি।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে ভারত সরকার করোনায় যতজনের মৃত্যুর কথা জানিয়েছিল বাস্তবে তার চেয়েও ছয় গুণ বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন৷ যথারীতি হু-র এই রিপোর্টকে অস্বীকার করেছে কেন্দ্রের বিজেপি সরকার তারা। পাল্টা বলেছে যে পদ্ধতিতে হু মৃতের সংখ্যা নির্ধারণ করছে তা ঠিক না। করোনার কারণে নয় এমন মৃত্যুকেও করোনাজনিত মৃত্যু বলে দেখান হয়েছে। নরেন্দ্র মোদী সরকারের পরিসংখ্যান বলছে ভারতে করোনায় এখনও পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু হু মোদী সরকারের এই পরিসংখ্যান মানতে নারাজ।