অন্যান্যবারের তুলনায় এবারের আই লিগ ( I League) অনেকটা আলাদা। বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন ভারতীয় ফুটবলাররা। বিশেষত তরুণরা। অন্যতম ইন্ডিয়ান অ্যারোজের ভিবিন মোহানান।
লং বল থিওরি ছেড়ে আই লিগের ক্লাবগুলো জোর দিচ্ছে গ্রাউন্ড পাসে। যার ফলে খেলার ধরণ বদলাতে শুরু করেছে। এবারের আই লিগে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি পাস বাড়িয়েছেন বছর উনিশের ভিবিন।
মোহানন কেরালার ফুটবলার। লিগে এখনও পর্যন্ত সফল ভাগে বাড়িয়েছেন ৭৬২ টি পাস। তাঁর আগে রয়েছেন রাউন্ড গ্লাস পাঞ্জাব দলের জোসেবা বেইতিয়া (৭৭২ টি পাস) এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের নিকোলা স্ট্যাজানিভিক ( ৮৫৮ টি পাস)।
পিছিয়ে নেই মনোজ মহম্মদ। ইস্টবেঙ্গল থেকে উঠে আসা এই ফুটবলার এবারের মরশুমে যথেষ্ট নজর কেড়েছেন। এখন রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবে। সবথেকে বেশি বল বাড়ানোর তালিকায় পাঁচ নম্বরে। ৭০১ টি পাস বাড়িয়েছেন তিনি।