দেশজুড়ে বইছে প্রবল তাপপ্রবাহ। যার জেরে প্রাণ ওষ্ঠাগত আম জনতার। তাই ইউরোপের সফর শেষ করেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ইউরোপের একাধিক দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক করেছেন রাষ্ট্রনায়কদের সঙ্গে। এরপর দেশে ফিরেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাত থেকে আটটি বৈঠক করতে চলেছেন তিনি।
গত কয়েকদিন ধরেই একাধিক রাজ্যে তাপমাত্রা সর্বকালের রেকর্ড ছুঁয়েছে। এরই মধ্যে বেশ কয়েক জায়গায় কালবৈশাখী স্বস্তি দিলেও এখনও চরম দাবদাহের দাপট কিছুতেই কমছে না। যার জেরে জীবন ওষ্ঠাগত।
সাধারণত হিমাচল প্রদেশের একাধিক জায়গায় এই সময় বরফ পড়তে দেখা যায়। বৃষ্টির সম্ভাবনা থাকে বহু জায়গায়। কিন্তু কয়েকদিন সেই রাজ্যেও তাপমাত্রা চরমে পৌঁছে গেছে। এক সপ্তাহ ধরে ধর্মশালা এবং তার আশেপাশের জঙ্গলে দাবানল দেখা গেছে।
এরই মধ্যে বিদ্যুতের সংকট নিয়ে নিজ বাসভবনে অন্যান্য দফতরের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পর্যাপ্ত বিদ্যুতের পরিষেবা নিয়েও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।