Haldia: অমিত শাহ আসার আগে মমতা সরকারের তীব্র সমালোচনায় রাজ্যপাল

ক্রমশ বাড়ছে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত। সম্পর্ক পৌঁছেছে তিক্ততার জায়গায়। হলদিয়া সফরে গিয়ে ফের একবার রাজ্য সরকারকে তীব্র ভাষায় বিধলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)।…

Haldia: অমিত শাহ আসার আগে মমতা সরকারের তীব্র সমালোচনায় রাজ্যপাল

ক্রমশ বাড়ছে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত। সম্পর্ক পৌঁছেছে তিক্ততার জায়গায়। হলদিয়া সফরে গিয়ে ফের একবার রাজ্য সরকারকে তীব্র ভাষায় বিধলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)।

রাজ্যপাল জানান, হিংসার চরম নিদর্শন শুধু মানুষের মানবাধিকারকেই ক্ষুণ্ন করেনি, সেই সঙ্গে ডাকাতি,খুন, ধর্ষণ, রাহাজানি এবং তোলাবাজির মতো ঘটনা ঘটেছে এই বাংলায়।

বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ পূর্ব মেদিনীপুরের হলদিয়া বন্দরের পোর্ট হাউস অতিথিশালায় পৌঁছান সস্ত্রীক রাজ্যপাল। তাঁকে গার্ড অব অনার দেয় সিআইএসএফ। সেখানে কলকাতা বন্দরের চেয়ারম্যান ও হলদিয়া ডকের ডেপুটি চেয়ারম্যান হাজির ছিলেন।

এরপর হলদিয়া ডক ঘুরে দেখেন এবং সমস্ত কাজকর্মের খোঁজ নেন রাজ্যপাল। হলদিয়া পেট্রকেমিক্যাল পরিদর্শন করেন। দুপুরে বন্দরের গেস্ট হাউজে বিভিন্ন শিল্প সংস্থার কর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন তিনি।

Advertisements

হলদিয়া থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে কটাক্ষ করে রাজ্যপাল ধনখড় বলেন, রাজ্যে সংবিধান মেনে কাজ করা হচ্ছে না। চরম বর্বরতা ও হিংসার সাক্ষী গোটা রাজ্য, যা আগে দেখা যায়নি। হিংসার চরম নিদর্শন শুধু মানুষের মানবাধিকারকেই ক্ষুণ্ন করেনি, সেই সঙ্গে ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানির ঘটনা ঘটেছে এই বাংলায়।

তিনি বলেন, কিন্তু সংবাদ মাধ্যম চুপ করে থাকল। সংবাদ মাধ্যমের লোকজন এতটাই পঙ্গু, যে তারা এত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, বর্বরতা ঘটনা ,গণতন্ত্রের খুন হওয়া দেখেও কাজে তার কোনও প্রতিফলন ঘটাল না।