ISL : আইএসএল-এ খেলতে চাইছে ‘ভারতের সবথেকে সফল ক্লাব’

ফের ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে ডেম্পো (Dempo)। অতীতের সোনালী দিনগুলো আবার ফিরে পেতে চাইছে তারা। খেলতে চাইছে ইন্ডিয়ান সুপার লিগে (ISL)। রাজ্য ফুটবল প্রতিযোগিতায় সদ্য…

ISL : আইএসএল-এ খেলতে চাইছে 'ভারতের সবথেকে সফল ক্লাব'

ফের ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে ডেম্পো (Dempo)। অতীতের সোনালী দিনগুলো আবার ফিরে পেতে চাইছে তারা। খেলতে চাইছে ইন্ডিয়ান সুপার লিগে (ISL)। রাজ্য ফুটবল প্রতিযোগিতায় সদ্য চ্যাম্পিয়ন হয়েছে দল। আগামী দিনে জাতীয় স্তরে আরও খেতাব জয়ের লক্ষ্য ভারতের এই ঐতিহ্যবাহী ক্লাবের।

Advertisements

আরও পড়ুন: Sports News : দলবদলের বাজারে কয়েকজন ফ্রি ফুটবলার

   

রবিবার দুলের স্টেডিয়ামে সেসা অ্যাকাডেমিকে ২-১ গোলে হারিয়ে গোয়া প্রফেশনাল লিগ শিরোপা জিতেছে ডেম্পো। ক্লাবে স্বভবতই খুশির আমেজ। সভাপতি শ্রীনিবাস ডেম্পো বলেছেন, ‘আমি খুবই খুশি এবং গর্বিত। কয়েক বছর পর আমরা টুর্নামেন্ট সেরা হওয়ার তকমা পেলাম। অ্যাকাডেমির ছয়জন ফুটবলার দলে ছিলেন। সকলের মিলিত প্রচেষ্টার ফলে এই সাফল্য।’

Advertisements

দলের বর্তমান কোচ সমীর নায়েক। যিনি ফুটবলার হিসেবে আগে এই পুরস্কার জিতেছিলেন। এবার কোচের ভূমিকায়। তাঁর কথায়, ‘এখনও আমরাই ভারতের সবথেকে সফল ক্লাব।’

‘এই জয় আগামী দিনে আমাদের মনোবল আরও বাড়াতে সাহায্য করবে। আশা করছিল আমরা আবার আই লিগে অংশ নিতে পারবো। এবং জিততে পারবো। এরপর কয়েক বছরে ইন্ডিয়ান সুপার লিগেও অংশ নেওয়ার ভাবনা রয়েছে।’