Vaccine: ভ্যাকসিন নিতে ‘No Force’ নীতি সুপ্রিম কোর্টের

ভ্যাকসিনেশন নিয়ে ফের একবার কেন্দ্রকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার একটি রায়ে সুপ্রিম কোর্ট জানায়, ‘ভ্যাকসিনেশন নিয়ে কাউকে জোর করা যাবে না।’…

Doctors Demand Suspension of COVID-19 mRNA Vaccine, Claiming Increased Mortality Rate

ভ্যাকসিনেশন নিয়ে ফের একবার কেন্দ্রকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার একটি রায়ে সুপ্রিম কোর্ট জানায়, ‘ভ্যাকসিনেশন নিয়ে কাউকে জোর করা যাবে না।’

এদিন দেশের শীর্ষ আদালত জানায়, করোনার ভ্যাকসিন নিলে কি প্রতিক্রিয়া হয় তার রিপোর্ট আদালতকে দিতে হবে কেন্দ্রকে। কেন্দ্রের ভ্যাকসিন নীতি অযৌক্তিক নয়। আইনের অধীনে শারীরিক অখণ্ডতা রক্ষা করা হয় এবং কাউকে টিকা দিতে বাধ্য করা যায় না। ব্যক্তিগত অধিকারের উপর কিছু সীমাবদ্ধতা কেবলমাত্র সম্প্রদায়ের স্বাস্থ্যের স্বার্থেই আরোপ করা যেতে পারে।

   

ভ্যাকসিনের ম্যান্ডেটগুলির মাধ্যমে ব্যক্তিদের উপর আরোপিত বিধিনিষেধগুলি আনুপাতিক বলা যায় না, আদালত বলেছে, কিছু রাজ্যকে একটি রেফারেন্সে বলা হয়েছে, জনসাধারণের জায়গায় প্রবেশের জন্য মানুষের জন্য কোভিড শট নেওয়া অপরিহার্য করে তোলে।

প্রসঙ্গত, দেশে ফের বাড়ছে দৈনিক করোনার (Covid 19) সংক্রমণ। দেশে টানা ৫ দিন দৈনিক সংক্রমণের গ্রাফ তিন হাজার পার করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫৭ জন, মৃত্যু হয়েছে ২৬ জনের। দেশে এখন অবধি করোনায় আক্রান্ত হয়েছেন ৪, ৩০, ৮২, ৩৪৫ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৮৬৯ জন।