অবশেষে প্রতীক্ষার অবসান। সব জল্পনা উড়িয়ে ৪ মে বাজারে আসছে জীবন বিমা নিগমের (LIC’s) আইপি ও বা ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO)। আগামী ৪ থেকে ৯ মে পর্যন্ত চলবে আইপিও কেনাবেচা।
বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি শেয়ারের মূল্য হবে ৯০২ টাকা থেকে শুরু করে ৯৪৯ টাকা। তবে যারা বড় মাপের শেয়ার কিনবেন তারা ২ মে থেকেই আইপিও ক্রয় করার সুবিধা পাবেন।
উল্লেখ্য, গত সপ্তাহেই জানানো হয়েছিল এলআইসি ৫ শতাংশের পরিবর্তে ৩.৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়বে। জানা গিয়েছে, বিনিয়োগকারীরা ১৫ এবং তার গুণিতকে শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। জীবন বিমা গ্রাহকদের জন্য ২.২১ কোটি এবং কর্মচারীদের জন্য ১.৫৮ কোটি শেয়ার সংরক্ষিত থাকবে। কর্মচারী ও সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারের উপর ৪০ টাকা এবং জীবন বিমার গ্রাহকরা ৬০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। চূড়ান্ত জমাপত্র অনুযায়ী ১৬ মের মধ্যে আবেদনকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে বিতরণ শেষ করবে সেবি। অর্থাৎ ওই দিন থেকেই জানা যাবে কে কতটা শেয়ার পেলেন।
১৭ মে থেকে এলআইসি শেয়ার বাজারে তাদের নাম নথিভুক্ত করবে ওই দিন থেকেই স্বাভাবিক লেনদেন শুরু করবে বলে অনুমান। বাজারে আইপিও ছেড়ে জীবন বিমা নিগম চলতি অর্থবর্ষে ২১ হাজার কোটি টাকা ঘরে তুলতে চায়।