আগামী ১২ মে লঞ্চ হতে চলেছে Oppo K10 Pro। এখনও পর্যন্ত ফোনটির বাজার মূল্য কত হতে পারে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, ২৯,৯৯০ টাকা হতে পারে এই নতুন সেটটির মূল্য। আসুন জেনে নেওয়া যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত –
5G ক্ষমতাসম্পন্ন Oppo K10 Pro 6.62 ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট হতে চলেছে। অ্যামোলেড ডিসপ্লে বিশিষ্ট এই ফোনটি বাজারে আসেছে দু’ধরনের স্টোরিজ বিশিষ্ট ক্ষমতা নিয়ে। একটি হল, 256GB এবং 8GB RAM যুক্ত, এবং অপরটি হল 256GB এবং 12GB RAM যুক্ত। এছাড়াও ফোনটিতে থাকবে ট্রিপল ক্যামেরা। মেন ক্যামেরা হবে 50 মেগাপিক্সেলের এবং ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত। ওপর একটি, 8 মেগাপিক্সেল (ultrawide ) এবং শেষটি হল 2 মেগাপিক্সেল (macro)।
এদিকে সেলফি ক্যামেরার দিকে দেখলে দেখা যাবে, অনবদ্যভাবে ভিডিও কলিং কিংবা ছবি তোলার জন্য ফোনটির ফন্টে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। HDR ফিচার যুক্ত এই ফোনটিতে রয়েছে c-type চার্জিং-এর ব্যবস্থা। এবং ব্যাটারি হবে 5000 mAh, এখানে ১০০ শতাংশ চার্জ হতে ফোনটি সময় নেবে ৩৩ মিনিট।
এদিকে, এই সেটটির সঙ্গে যোগাযোগ তৈরি করার জন্য ব্লুটুথ ব্যবস্থা রয়েছে ৫.২। ডুয়েল এলইডি ফ্ল্যাশ যুক্ত এই ফোনটিতে Wi-Fi ব্যবস্থা রয়েছে 802.11। এছাড়াও বর্তমানে মার্কেটে আগত আর চারটি ফোনের মত এই ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সহ স্ক্রীন লকের নানারকম সুবিধা। ফোনটির বর্তমানে দু’রকম কালার ভ্যারিয়েন্ট – এ আসছে একটি কালো আর একটি ব্লু।