Burdwan University: ‘বাম আমলে এমন হতো না’, মার্কশিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল সমর্থক পড়ুয়ারা

“এই সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ডকে উঠেছে, সবতেই এরা অযোগ্য”। গরমে ঘামতে ঘামতে বিক্ষোভরত এক ছাত্রী আরও ক্ষোভ উগরে দিয়ে বললেন, “আগের বাম আমলে নির্দিষ্ট…

Burdwan University: 'বাম আমলে এমন হতো না', মার্কশিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল সমর্থক পড়ুয়ারা

“এই সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা ডকে উঠেছে, সবতেই এরা অযোগ্য”। গরমে ঘামতে ঘামতে বিক্ষোভরত এক ছাত্রী আরও ক্ষোভ উগরে দিয়ে বললেন, “আগের বাম আমলে নির্দিষ্ট সময়ে পরীক্ষা হতো ও মার্কশিট দিত। এখনকার তৃ়ণমূল আমলে সব ভুয়ো কাজের ছড়াছড়ি।” অভিযোগকারী ছাত্রী নিজেকে টিএমসি সমর্থক বলে দাবি করেছেন। বাড়ি পশ্চিম বর্ধমান জেলার বরাকরে। পরীক্ষার মার্কশিট দিচ্ছে না বর্ধমান বিশ্ববিদ্যালয় (Burdwan University) কর্তৃপক্ষ। এই অভিযোগে সোমবার বিভিন্ন কলেজের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের ।কন্ট্রোলারের দফতরের সামনে তুমুল বিক্ষোভ শুরু করেন।

Advertisements

পড়ুয়াদের অভিযোগ, ২০১৯ – ২০২১ শিক্ষাবর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি। মার্কশিট দিচ্ছে না কর্তৃপক্ষ। বারবার আবেদন করলে বলা হচ্ছে জলদি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। এই প্রসঙ্গে বিক্ষোভকারীরা বলেছেন, গত বাম জমানায় এমনটা হতে দেখা যায়নি। আমরা শুনেছি আমাদের দাদা দিদিদের কাছে।

   

টানা সাড়ে তিন দশক ক্ষমতায় থেকে ২০১১ সালে বামফ্রন্ট সরকার চলে গেছে। পরবর্তী দশ বছর টানা তৃণমূল কংগ্রেস সরকার। এবার তারা তৃতীয়বার ক্ষমতায় এসেছে। ফলে বিশ্ববিদ্যালয়ের অধীন সব কলেজগুলির সংসদ তৃণমূল ছাত্র পরিষদের হাতে। ঠিক যেমনটা ছিল বাম আমলে এসএফআই দখলে।

বিক্ষোভকারী পড়ুয়ারাদের বেশিরভাগ টিএমসিপি সমর্থক। তাদের অভিযোগ, মার্কশিট প্রকাশের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও ফল মিলছে না।

তাদের দাবি অবিলম্বে পরীক্ষার মার্কশিট প্রদান করতে হবে। পড়ুয়ারা বলছেন, দ্বিতীয় বর্ষের পরীক্ষার মার্কশিট ও এখনও হাতে আসেনি। ডিসেম্বর মাসে যে পরীক্ষা হবার কথা তা জানুয়ারিতে হলেও আজ অবধি কোনও ফলাফল বের হয়নি। একবছর এমনিতেই নষ্ট হয়ে গেছে।

Advertisements

পড়ুয়ারা বলছেন মার্কশিট না থাকায় তারা বিএড কোর্সে ভর্তি হতে পারছেন না। তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেস আমলে চুড়ান্ত অব্যবস্থা চলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।

পড়ুয়াদের আরও অভিযোগ, অনলাইন টাকা নেওয়া হলেও রেজাল্ট প্রকাশ করেনি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।