আই লিগ (I League) খেতাব জয়ের দৌড়ে আপাতত সবাইকে পিছনে ফেলে দিয়েছে গোকুলাম কেরালা (Gokulam Kerala)। দ্বিতীয় স্থানে থাকা মহামেডান স্পোর্টিং ক্লাবের থেকে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়েছে তারা। ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ম্যাচে তারা অপরাজিত।
শনিবার গোকুলামের ম্যাচ ছিল রাউন্ড গ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে। ২-০ গোলে জয় পেয়েছে দক্ষিণ ভারতের দলটি। এই নিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত দল। যা এক নজির।
𝐅𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐑𝐄𝐂𝐎𝐑𝐃 𝐁𝐎𝐎𝐊𝐒! 📚
We now hold the record for highest unbeaten streak in the I-League. 🔥#Malabarians #GKFC pic.twitter.com/qnxYROqTae
— Gokulam Kerala FC (@GokulamKeralaFC) April 23, 2022
দেখে নেওয়া যাক সম্প্রতি গোকুলামের অপরাজিত ম্যাচগুলোর তালিকা:-
২৬ ডিসেম্বর, ২০২১- চার্চিলের বিরুদ্ধে জয়।
৩ মার্চ, ২০২২ – নেরোকার বিরুদ্ধে ড্র।
৭ মার্চ – রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে জয়।
১২ মার্চ – কেংকরের বিরুদ্ধে জয়।
২১ মার্চ – ট্রাউ এর বিরুদ্ধে জয়।
২৫ মার্চ – মহামেডানের বিরুদ্ধে ড্র।
২৯ মার্চ – রাজস্থানের বিরুদ্ধে ড্র।
১ এপ্রিল – আইজলের বিরুদ্ধে জয়।
৫ এপ্রিল – শ্রীনিডি ডেকানের বিরুদ্ধে জয়।
৯ এপ্রিল – ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে জয়।
১৫ এপ্রিল – সুদেভা দিল্লির বিরুদ্ধে জয়।
১৯ এপ্রিল – পাঞ্জাবের বিরুদ্ধে জয়।
২৩ এপ্রিল – পাঞ্জাবের বিরুদ্ধে জয়।