ম্যাচ (Santosh Trophy) শেষ হওয়ার কিছু আগে গোল করে জিতেছেন দলকে। শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে ১-২ গোলে জয় পেয়েছে কেরালা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে সেরার পুরস্কার পেয়েছেন জিজো জোসেফ।
মনে করা হচ্ছে যে কেরালা দলের অধিনায়ক জিজো জোসেফকে দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। ইতিমধ্যে সন্তোষ ট্রফির ম্যাচ নিরীক্ষণের জন্য ক্লাবের দায়িত্ব প্রাপ্ত প্রাক্তন ফুটবলাররা নজর রাখছেন ম্যাচের ওপর। জোসেফের নাম উঠে এসেছে সর্বাগ্রে।
আরও পড়ুন: Santosh Trophy : আগামী মরশুমে ইস্টবেঙ্গলে চূড়ান্ত ফুটবলার পেলেন ম্যাচ সেরার পুরস্কার
আলভিটো ডি কুনহা, ষষ্ঠী দুলেদের কাঁধে দায়িত্ব দিয়েছেন লাল হলুদ কর্তারা। আই এম বিজয়নকেও কাজে লাগানো হচ্ছে বলে খবর মিলেছিল।
![Santosh Trophy](https://kolkata24x7.in/wp-content/uploads/2022/04/20220423_122530.jpg)
শুক্রবার বাংলারও ম্যাচ ছিল। মেঘালয়ের বিরুদ্ধে খেলায় হয়েছে মোট সাতটি গোল। বাংলা জিতেছে ৪-৩ স্কোর লাইনে। জোড়া গোল করেছেন আগামী মরশুমে ইস্টবেঙ্গলে চূড়ান্ত মহিতোষ রায়। ম্যাচের সেরা হয়েছেন তিনি। বাংলার হয়ে বাকি গোল দু’টি ফারদিন আলি মোল্লার।