East Bengal : জেনে নিন আগামী দিনে কারা যোগ দিতে পারেন ক্লাবে

দল গঠনের কাজে অনেকটা এগিয়েছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। গোছানোর কাজ এখনও চলছে। একাধিক ফুটবলারের নাম শোনা যাচ্ছে ময়দানে। তাঁদেরকে নিয়েই সম্ভাব্য এক তালিকা প্রস্তুতির…

short-samachar

দল গঠনের কাজে অনেকটা এগিয়েছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা। গোছানোর কাজ এখনও চলছে। একাধিক ফুটবলারের নাম শোনা যাচ্ছে ময়দানে। তাঁদেরকে নিয়েই সম্ভাব্য এক তালিকা প্রস্তুতির প্রয়াস।

   

সামনের মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ ছাড়াও কলকাতা ফুটবল লিগ, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড – এর টুর্নামেন্টে দল নামাতে পারে ইস্টবেঙ্গল। সেখানে একাধিক ফুটবলারকে দেখে নেওয়ার সম্ভাবনা রয়েছে। ফুটবলারদের পারফরম্যান্স অনুযায়ী ইন্ডিয়ান সুপার লিগের জন্য স্কোয়াড গঠন করা হতে পারে।

আরও পড়ুন: East Bengal : এখনও পর্যন্ত কেমন হয়েছে ইস্টবেঙ্গলের সম্ভাব্য দল, দেখে নিন

মনে করা হচ্ছে মনোতোষ চাকলাদার, জিজো জোসেফ, তন্ময় ঘোষ, অজয় অ্যালেক্স, দীপক রজকরা আগামী দিনে ইস্টবেঙ্গলে যোগ দিলেও দিতে পারেন। এছাড়াও একাধিক ফুটবলারের নাম শোনা যাচ্ছে, যারা ভারতীয় ফুটবলের প্রথম সারির টুর্নামেন্টে এখনও পরীক্ষিত নন।

কিছু দিন আগে এক বিদেশি ফুটবলারের নাম শোনা গিয়েছিল ম্যাথিউ ডার্বিশায়ারের নাম। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই স্ট্রাইকারের। যদিও তাঁকে নিয়ে ফুটবল মহলে আলোচনা অনেকটাই কম।

প্রাথমিকভাবে ভারতীয় কোচকে দিয়ে কাজ শুরু করতে পারে লাল হলুদ শিবির। সেক্ষেত্রে রঞ্জন ভট্টাচার্য, শঙ্করলালদের নাম শোনা গিয়েছে ইতিমধ্যে। তবে এখনই কিছু চূড়ান্ত হয়নি। সবটাই সম্ভাবনার পর্যায়ে।