কখনও পিছিয়ে পড়ছে, তো কখনও ঊর্ধ্বমুখী। দেশ সহ রাজ্যে ফের বাড়তে শুরু করেছে করোনা (corona) সংক্রমণের সংখ্যা। যার কারণে ফের একবার রাজ্য স্বাস্থ্য দপ্তর শুরু করতে চলেছে সেন্টিনাল সার্ভিলেন্স। চলতি মাসের শেষ থেকে শুরু হবে এই প্রক্রিয়া। বাংলায় করোনার পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে তা খতিয়ে জানার জন্যই ফের উদ্যোগ নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এই সার্ভিসের ক্ষেত্রে ২৮ টি স্বাস্থ্য জেলায় নমুনা সংগ্রহ করা হবে। এমনকি প্রত্যেকটি স্বাস্থ্য জেলাকে ৪০০ করে নমুনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ এপ্রিলের মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
এই সমস্ত নমুনা মূল্যায়নের পরই বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিতে পারবেন যে বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি ঠিক কোথায়। কারণ ইতিমধ্যেই দেশে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমনের সংখ্যা। ক্রমশ ঊর্ধ্বমুখী বলেই জানাচ্ছে কেন্দ্রের বিশেষজ্ঞরা। একই সঙ্গে রাজ্য বাড়তে শুরু করেছে সংক্রমনের সংখ্যা। ফের একবার লকডাউনের পথে হাঁটবে কিনা দেশের বিভিন্ন রাজ্য তাই নিয়ে আবার উঠছে প্রশ্ন।