ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence) ঘটনায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে নতুন কমিটি নিয়োগ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
বুধবার ঘর ছাড়াদের ঘরে ফেরাতে কমিটি নিয়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে দ্রুত তিন সদস্যের নতুন কমিটি তৈরি করতে হবে। এই কমিটিতে এনএইচআরসি-র এক সদস্য, রাজ্য মানবাধিকার কমিশনের এক সদস্য এবং এস এল এস এ-র সেক্রেটারি থাকবে। যারা নিখোঁজ রয়েছেন তাদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেবে এই কমিটি।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের পরবর্তী সময় থেকে অনেক বিজেপি (BJP) কর্মী ভীত সন্ত্রস্ত। প্রাণহানির আশঙ্কায় বহু বিজেপি কর্মী সমর্থক গ্রামছাড়া হয়েছেন। এছাড়া যারা মাটি কামড়ে পড়েছিলেন তাদের মধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে শাসক দলের (TMC) বিরুদ্ধে। এহেন ঘটনার প্রায় এক বছর কাটতে চললেও অনেকেই ভয়ে ঘরে ফিরতে পারেনি।