এএফসি কাপের (AFC Cup) দ্বিতীয় ম্যাচে এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) প্রতিপক্ষ ঢাকা আবাহনী (Dhaka Abahani)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ। মাঠে পূর্ণ শক্তির দল হয়তো নামাতে পারবেন না কোচ হুয়ান ফেরান্ডো।
শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টারের বিরুদ্ধে অনুপস্থিত ছিলেন এটিকে মোহন বাগানের দুই তারকা ফুটবলার। চোটের কারণে প্রথম একাদশে ছিলেন না সন্দেশ ঝিঙ্গান। শিবিরে যোগ দিয়েও ফিরে গিয়েছিলেন রয় কৃষ্ণা। ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়িয়েছিলেন।
রয় কৃষ্ণার খেলার ব্যাপারে আগেই প্রশ্ন ছিল। সন্দেশের চোট হুয়ানের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। ব্লু স্টারের তুলনায় ধারে-ভারে অনেক এগিয়ে ঢাকা আবাহনী। তাদের দলে রয়েছে একাধিক ভালো মানের স্বদেশী ফুটবলার। বিদেশিদের প্রোফাইলও বেশ ভালো। আক্রমণভাগের ফুটবলাররা গোলের মধ্যে রয়েছেন। আশঙ্কা, সন্দেশের চোট এখনও সারেনি। তিনি এখনও ফিট হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। তাই ঢাকা আবাহনীর বিরুদ্ধে এই সেন্ট্রাল ডিফেন্ডারকে হয়তো মাঠে নামতে পারবেন না হুয়ান।
দ্বীপ রাষ্ট্রের দলটির বিরুদ্ধে পাঁচ গোল গিয়েছিল এটিকে মোহন বাগান। কোনো গোল হজম করেনি দল। ব্লু স্টারের বিরুদ্ধে সেই অর্থে পরীক্ষার মুখে পড়তে হয়নি বাগানকে। আবাহনীর বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে জনি কাউকোদের।
অন্য দিকে ম্যাচ না খেলেই এটিকে মোহন বাগানের বিরুদ্ধে নামবে ঢাকার ক্লাবটি। গত ম্যাচে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া ওয়াকওভার দিয়ে দিয়েছিল আবাহনীকে। আর্থিক সমস্যার কারণে তারা বাংলাদেশে দল পাঠাতে পারেনি। তাই ঢাকা আবাহনীও এএফসি অভিযানে এখনও পর্যন্ত অপরীক্ষিত। পরের পর্বে যাওয়ার আগে মঙ্গলবার দুই দলের সামনে থাকতে পারে কঠিন প্রশ্ন পত্র।