ইতিমধ্যেই জনপ্রিয় সোশ্যাল সাইট ট্যুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। কয়েকদিন আগে গোটা দুনিয়াকে চমকে দিয়ে মাস্ক ঘোষণা করেছেন, এবার তিনি ট্যুইটারের পুরোটাই কিনে নিতে চান।
মাস্কের এই মন্তব্য সোশাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। নেটিজেনরা মাস্ককে এক অভিনব প্রস্তাব দিয়েছেন। অনেকেই বলেছেন, শ্রীলঙ্কা নামে একটি দ্বীপরাষ্ট্র ডুবতে বসেছে। ট্যুইটার না কিনে বরং তাঁর অর্থের সামান্য কিছু দিয়ে শ্রীলঙ্কাকে ঋণ মুক্ত করুন।
স্নাপডিল সংস্থার সিইও কুণাল বহেল ট্যুইট করেছেন, এলন মাস্ক ট্যুইটারের পুরোটাই কিনতে ৪৩ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে শ্রীলঙ্কার ঋণ ৪৫ বিলিয়ন ডলার। মাস্ক মনে করলে শ্রীলঙ্কার মত একটি ক্ষুদ্ররাষ্ট্রের মানুষকে পুনর্জীবন দিতে পারেন।
কুণালের এই ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি গোটা দেশের ঋণের অর্থ কোনও একজন শিল্পপতির যে তাঁর ব্যবসায় বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন সেটা জেনে অনেকেই চমকে উঠেছেন।
সম্প্রতি প্রবল ঋণভারে জর্জরিত শ্রীলঙ্কায় মানুষের জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। পেট্রোল-ডিজেলের অভাবে বন্ধ বিদ্যুৎ উৎপাদন। বন্ধ হয়ে গিয়েছে গণপরিবহণ। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এতটাই বেড়ে গিয়েছে যে, মানুষের পক্ষে বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে।
এই অবস্থায় শ্রীলঙ্কা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ঋণদাতাদের অর্থ ফেরত দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। ইতিমধ্যেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার। এমন সময়ে নেটিজেনরা কার্যত দ্বীপরাষ্ট্রকে কিনে নিয়ে তাদের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিলেন মাস্ককে।