Loudspeaker Row: লাউডস্পিকারে আজান পড়লেই ঈশ্বরের দেখা মেলে না, দাবি বিজেপির

লাউড স্পিকার বিতর্কের মাঝেই এবার চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মা। এই বিজেপি বিধায়কের বক্তব্য, লাউডস্পিকারে আজান পড়লেই ঈশ্বরের দেখা মিলবে না। তাঁর…

Loudspeaker Row: লাউডস্পিকারে আজান পড়লেই ঈশ্বরের দেখা মেলে না, দাবি বিজেপির

লাউড স্পিকার বিতর্কের মাঝেই এবার চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মা। এই বিজেপি বিধায়কের বক্তব্য, লাউডস্পিকারে আজান পড়লেই ঈশ্বরের দেখা মিলবে না। তাঁর এহেন মন্তব্যকে ঘিরে শুরু হয়ে রাজনৈতিক চাপানউতোর।

Advertisements

মহারাষ্ট্রে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের একটি বিবৃতির মাধ্যমে শুরু হওয়া লাউডস্পিকার বিতর্কের জল উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে পৌঁছেছে।

   

লাউডস্পিকারের বিতর্ক প্রসঙ্গে বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মা বলেন, লাউডস্পিকারের জন্য আদালতের গাইডলাইন মেনে চলতে হবে। আজানের ক্ষেত্রেও তা মেনে চলতে হবে, না হলে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ পর্যন্ত সর্বত্র লাউডস্পিকারে হনুমান চালিশা পাঠ করা হবে। লাউডস্পিকারে আজান পড়লেই ঈশ্বরের দেখা মিলবে না, এটা সকলকে বুঝতে হবে।

Advertisements

উল্লেখ্য, মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে শনিবার পুনের বিখ্যাত হনুমান মন্দিরে মহা আরতি করবেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা অজয় শিন্ডে দাবি করেছেন যে মন্দিরটি কুমথেকার রোডে অবস্থিত এবং রাজ ঠাকরে এটি পুনরুদ্ধারে সহায়তা করেছিলেন। দেশ জুড়ে আজ পালিত হচ্ছে হনুমান জন্মোৎসব।