East Bengal : বিকেলে সভা, বাড়ছে বসুন্ধরা জল্পনা

শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal)। ফিরিয়ে দেওয়া হয়েছে স্পোর্টিং রাইট। আজ বিকেলেই লাল হলুদ তাঁবুতে সভা রয়েছে। বড় ঘোষণার আশায় প্রহর…

শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal)। ফিরিয়ে দেওয়া হয়েছে স্পোর্টিং রাইট। আজ বিকেলেই লাল হলুদ তাঁবুতে সভা রয়েছে। বড় ঘোষণার আশায় প্রহর গুনছেন সমর্থকরা।

বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের (Basundhara Group) সঙ্গে একাধিক বৈঠক হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের। সরকারীভাবে এখনও ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ঠিক সময়ে জানানো হবে, বলেছিলেন লাল হলুদ কর্তা। জানা গিয়েছে বিকেলে আলোচনায় বসবেন কর্তারা। এরপর হতে পারে একটি সাংবাদিক বৈঠক। সেখানে উল্লেখযোগ্য কিছু বলা হতে পারে।

   

একাধিকবার বাংলদেশে গিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। হয়েছে বৈঠক। ইতিবাচক আলোচনা হয়েছে বলেই মনে করা হচ্ছে। বসুন্ধরা ছাড়াও একাধিক সংস্থার নাম শোনা গিয়েছে ক্লাবের অন্দরে। বসুন্ধরা যদি নিশ্চিত হয়ে তাহলে কোন ভূমিকায় কোম্পানিকে দেখা যাবে সে ব্যাপারেও সমর্থকদের মধ্যে কৌতূহল রয়েছে।

ইন্ডিয়ান সুপার লিগ ছাড়াও কলকাতা ফুটবল লিগ, দুরান্ড কাপের মতো টুর্নামেন্টে দল নামাতে পারে ইস্টবেঙ্গল। দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ক্লাব। বেশ কয়েকজন ফুটবলারের সম্মতি আদায় করা হয়েছে বলে জানা গিয়েছিল। স্পোর্টিং রাইট এসে গিয়েছে ক্লাবের কাছে। এবার অপেক্ষা শুধু বড় ঘোষণার।