Sports News : এক জোড়া মোষের সঙ্গে দৌড়ে ‘উসেইন বোল্ট’-এর রেকর্ড ভাঙলেন নিশান্ত

Sports News : নতুন করে ইতিহাস লিখলেন ৩০ বছর বয়সী নিশান্ত শেট্টি। এক জোড়া মোষ নিয়ে ৮.৩৬ সেকেন্ডে অতিক্রম করেছেন ১০০ মিটার (Kambala Race)। আগে…

Sports News : এক জোড়া মোষের সঙ্গে দৌড়ে 'উসেইন বোল্ট'-এর রেকর্ড ভাঙলেন নিশান্ত

Sports News : নতুন করে ইতিহাস লিখলেন ৩০ বছর বয়সী নিশান্ত শেট্টি। এক জোড়া মোষ নিয়ে ৮.৩৬ সেকেন্ডে অতিক্রম করেছেন ১০০ মিটার (Kambala Race)। আগে এই রেকর্ড ছিল শ্রীনিবাস গৌড়ার নামে।

Advertisements

শনিবার ছিল ভারত বিখ্যাত কাম্বালা রেস। সেখানে অংশ নিয়েছিলেন বছর তিরিশের নিশান্ত। ১২৫ মিটার দীর্ঘ অংশে প্রতিযোগীদের দৌড়তে হয়েছিল এক জোড়া মোষ নিয়ে। নিশান্ত টেক্কা দিয়েছে ইভেন্টের অন্যান্য প্রতিযোগীদের। দৌড় শেষ করতে তিনি নিয়েছিলেন ১০.৪৪ সেকেন্ড। যার মধ্যে একশো মিটার অতিক্রম করেছিলেন ৮.৩৬ সেকেন্ডে।

   

গত বছর সাড়া ফেলে দিয়েছিলেন শ্রীনিবাস গৌড়া। একশো মিটার দৌড় সম্পন্ন করেছিলেন ৮.৭৮ সেকেন্ডে। এই পারফরম্যান্সের পর তাঁর নাম দেওয়া হয়েছিল ‘উইসেন বোল্ট অব কাম্বালা রেস’। অর্থাৎ তাঁকে জ্যামাইকার দৌড়বিদ উসেইন বোল্টের সঙ্গে তুলনা করা হয়েছিল।

Advertisements

প্রতি বছর উপকূলবর্তী কর্ণাটকের তুলুনাদুর ধানের জমিতে আয়োজিত হয় কাম্বালা রেস। প্রতিযোগীদের দৌড়তে হয় এক জোড়া মোষ নিয়ে। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ বছর ১৫১ জোড়া মোষ প্রতিযোগিতায় ছিল।