পার্কস্ট্রিটের ‘নায়িকা’ দময়ন্তীর নজরদারিতে হবে ৪ ধর্ষণ মামলার তদন্ত

সম্প্রতি উত্তর ২৪ পরগনার মাটিয়া থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। এই নিয়ে মামলা চলছে আদালতে। মঙ্গলবার এই মাটিয়া মামলার শুনানি চলাকালীন আবেদনকারীর…

পার্কস্ট্রিটের 'নায়িকা' দময়ন্তীর নজরদারিতে হবে ৪ ধর্ষণ মামলার তদন্ত

সম্প্রতি উত্তর ২৪ পরগনার মাটিয়া থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। এই নিয়ে মামলা চলছে আদালতে। মঙ্গলবার এই মাটিয়া মামলার শুনানি চলাকালীন আবেদনকারীর আইনজীবী দাবি করেন দময়ন্তী সেনকে দিয়ে এই মামলার তদন্ত করানো হোক।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন ভোট-পরবর্তী হিংসা মামলায় সুমন বালা সাউ (আইপিএস) নিযুক্ত করেছিল 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ। তাকে পুনরায় নিয়োগ করা হোক মাটিয়া ইংলিশ বাজার সহ অন্যান্য গণধর্ষণের ঘটনায়।

এদিন একের পর এক ধর্ষণ মামলায় প্রশ্ন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতি প্রশ্ন তোলেন এ রাজ্যে কী ঘটছে? প্রধান বিচারপতির প্রশ্নের উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, রাজ্যের প্রতিটি স্তরে রাজনীতি বিরাজ করছে। প্রতিটি ঘটনাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে।

Advertisements

এদিকে আইপিএস দাময়ন্তী সেনের নেতৃত্বে বিশেষ তদন্ত দল গঠন করলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। তাঁর যদি তদন্তে কোনও সমস্যা হয় তাহলে আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত ধর্ষণ মামলায় কলকাতা হাই কোর্টের নজরদারিতে তদন্ত করবে হাই কোর্টের গঠিত বিশেষ টিম। শুধু মাটিয়াই নয়, দময়ন্তী সেনের নজরদারিতে ইংরেজবাজার, দেগঙ্গা, বাঁশদ্রোণী ধর্ষণ মামলার তদন্ত হবে।