ATK Mohun Bagan : ম্যাচ শুরুর আগে ফের ধাক্কা খেল বাগান, অনিশ্চিত দুই তারকা

এএফসি কাপ অভিযান শুরু করার আগে ফের এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) সমর্থকদের জন্য অস্বস্তিকর খবর। দেশে ফিরে যাচ্ছেন রয় কৃষ্ণা। ব্লু স্টারের বিরুদ্ধে…

short-samachar

এএফসি কাপ অভিযান শুরু করার আগে ফের এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) সমর্থকদের জন্য অস্বস্তিকর খবর। দেশে ফিরে যাচ্ছেন রয় কৃষ্ণা। ব্লু স্টারের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।

   

সংবাদ মাধ্যমে ইতিমধ্যে প্রকাশ, শ্রীলঙ্কা দল ব্লু স্টারের বিরুদ্ধে হয়তো খেলবেন না সন্দেশ ঝিঙ্গান। ফের চোট সমস্যায় কাবু হয়েছেন তিনি। তাই গুরুত্বপূর্ণ ম্যাচেও হয়তো তাঁকে খেলাতে পারবেন না এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্ডো।

এরপর সোমবার বিকেলের দিকে জানা গিয়েছে রয় কৃষ্ণাও থাকবেন না ম্যাচে। ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। কিছু দিন আগেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন ফিজির তারকা স্ট্রাইকার। ইন্ডিয়ান সুপার লিগ শেষ হলেও খেলার মধ্যে ছিলেন তিনি। ফিজির জার্সিতে খেলেছেন একাধিক ম্যাচ।

রয় কৃষ্ণাকে কেন্দ্র করে আগেই জল্পনা ছিল। ফুটবল মহলে অনেকেই অনুমান করেছিলেন রয় হয়তো খেলবেন না ব্লু স্টারের বিরুদ্ধে ম্যাচে। খেলায় এশিয়ান কোটার বিদেশি রাখা আবশ্যক। সেক্ষেত্রে ডেভিড উইলিয়ামস কোচের অটোমেটিক চয়েস। এছাড়া জনি কাউকে, হুগো বুমস, তিরিরা থাকবেন হুয়ানের পছন্দের তালিকায়।