রাজনৈতিক সংকটের মধ্যে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা। শনিবার পাকিস্তান (Pakistan) সংসদে বিরোধীদের অনাস্থা ভোটের আগে চাঞ্চল্যকর মোড়। মুম্বই হামলার চক্রী জঙ্গি নেতা হাফিজ সইদকে ৩১ বছরের জেলের সাজা দিল সন্ত্রাস বিরোধী আদালত।
সন্ত্রাসমূলক কাজে আর্থিক সহায়তা প্রদানের অভিযোগে দোষী সাব্যস্ত হল লস্কর ই তইবা নেতা হাফিজ সইদ৷ পাক সংবাদ মাধ্যমের খবর,লাহোরের একটি আদালত লস্কর প্রধানকে ৩ লক্ষ ৪০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে৷ সইদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত৷
জঙ্গি নেতা হাফিজ সইদ পাকিস্তানে প্রকাশ্যে ঘোরে। লাহোরে তার বড় বড় জনসভা হয়। তাতে সরকারি নিরাপত্তা থাকে। ফলে হাফিজের জেল সাজা নেহাতই লোক দেখানো বলে মনে করা হচ্ছে। এর আগেও হাফিজ সইদকে জেলের সাজা দেওয়া হয়। তার পরেও তাকে প্রকাশ্যে ঘুরতে দেখা গিয়েছিল।
শনিবার পাক জাতীয় সংসদে বিরোধীদের আনা অনাস্থা ভোট। পাক সুপ্রিম কোর্ট এই ভোটের নির্দেশ দিয়েছে। ভোটে পরাজয় নিশ্চিত সরকারপক্ষের। ইমরান খান এর আগে ক্ষমতাবলে সংসদ ভেঙে কেয়ারটেকার সরকার বসিয়েছেন। তবে এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্ট।
অনাস্থা ভোটের আগে জঙ্গি নেতা হাফিজ সইদকে জেলে পাঠানোর বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে মনে করা হচ্ছে। ইমরান খান আগামী নির্বাচনের দিকে তাকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশের প্রতি বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে। ২০০৮ সালে মুম্বই হামলার চক্রী জঙ্গি নেতা হাফিজ সইদ।